ই-পেপার সোমবার ১৬ ডিসেম্বর ২০২৪
সোমবার ১৬ ডিসেম্বর ২০২৪
ই-পেপার

সোমবার ১৬ ডিসেম্বর ২০২৪

সুন্দরবনের অভয়ারণ্যে ৩৫ জেলে আটক, জরিমানা ৫০ হাজার টাকা
প্রকাশ: মঙ্গলবার, ১০ ডিসেম্বর, ২০২৪, ১০:৪৭ পিএম  (ভিজিট : ১১০)
পশ্চিম সুন্দরবনের অধীন অভয়ারণ্য এলাকায় ঢুকে অবৈধভাবে মাছ ধরার সময় ৩৫ জেলেকে আটক করেছে হলদেবুনিয়া ও লতাবেঁড়ী বনটহল ফাঁড়ির সদস্যরা। মঙ্গলবার (১০ ডিসেম্বর) ভোর ৬টার দিকে বঙ্গোপসাগর সংলগ্ন রায়মঙ্গল নদী যৌথ অভিযান পরিচালনা করে জেলেদের আটক করা হয়। পরে ৫০ হাজার টাকা জরিমানা করে তাদের মুক্তি দেওয়া হয়েছে।

বনবিভাগ সূত্র জানায়, বনবিভাগের লতাবেঁড়ী বনটহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুনার রশিদ ও হলদেবুনিয়া বনটহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমানের নেতৃত্বে বনকর্মীরা বঙ্গোপসাগর সংলগ্ন রায়মঙ্গল নদীতে যৌথ অভিযান চালিয়ে ৩৫ জেলেকে আটক করে। এসময় জেলেদের ব্যবহৃত ৮টি নৌকা ও জালসহ আনুষঙ্গিক মালামাল জব্দ করে বন বিভাগ।

আটককৃত জেলেরা হলেন, সাতক্ষীরার শ্যামনগর উপজেলার কৈখালী গ্রামে ইয়ার আলী, দেলোয়ার, হোসেন, আল আমিন, আব্দুস শহিদ, হাবিবুল্যাহ, ময়নুদ্দীন, দ্বিন মোহাম্মাদ, আব্দুর রহিম, করিম আলী ও ইশার আলী সহ ৩৫ জন।

সাতক্ষীরা রেঞ্জের সহকারী বনসংরক্ষক (এসিএফ) মো. মশিয়ার রহমান বলেন, আটক জেলেরা বন বিভাগের অনুমতি না নিয়ে অভয়ারণ্য এলাকায় মাছ ধরছিল। খবর পেয়ে সেখানে যৌথ অভিযান পরিচালনা করা হয়। এসময় মালামালসহ জেলেদের আটক করা হয়। আটক জেলেদেরকে বন আইনে (সিওআর) ৫০ হাজার টাকা জরিমানা করে মুক্তি দেওয়া হয়েছে।

সময়ের আলো/জেডআই




https://www.shomoyeralo.com/ad/1698385080Google-News-Update.jpg

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত


ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক গাজী আহমেদ উল্লাহ। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : +৮৮-০২-৯৬৩২৩৬৮-৭৪, ফ্যাক্স : +৮৮-০২-৯৬৩২৩৭৫ | ই-মেইল : shomoyeralo@gmail.com
close