ই-পেপার সোমবার ১৬ ডিসেম্বর ২০২৪
সোমবার ১৬ ডিসেম্বর ২০২৪
ই-পেপার

সোমবার ১৬ ডিসেম্বর ২০২৪

কামরাঙ্গীরচরে ব্যবসায়ী নিখোঁজ
নিজ কারখানার ভেতরে মাটির নিচে মিললো ব্যবসায়ীর মরদেহ
প্রকাশ: মঙ্গলবার, ১০ ডিসেম্বর, ২০২৪, ৬:৪৩ পিএম  (ভিজিট : ১৫৬)
রাজধানীর কামরাঙ্গীরচরে নিখোঁজের চার দিন পর নিজ কারখানার ভেতর থেকে ব্যবসায়ী মো. আলমের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।  মঙ্গলবার (১০ ডিসেম্বর) সকালে কামরাঙ্গীরচরের হাসান নগরে একটি স্কিন প্রিন্ট কারখানার ভেতরে মাটির নিচ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে কারখানার তিন কর্মচারীকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতার আসামিরা হলেন- মিরাজ, রিফাত ও আফজাল।

কামরাঙ্গীরচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিরুল ইসলাম বলেন, কর্মচারীরা কারখানায় ভেতরে জুয়া খেলতো। এ নিয়ে মালিক আলমের সঙ্গে তাদের বাগবিতণ্ডা হয়। এক পর্যায়ে কর্মচারীরা আলমকে হত্যা করে কারখানার ভেতরে মাটির নিচে পুঁতে রাখে। এ ঘটনায় তিন জন কর্মচারীকে গ্রেফতার করা হয়েছে। ঘটনাস্থলে সিআইডির ক্রাইম সিন ইউনিট কাজ করছে। তারা বিভিন্ন আলামত সংগ্রহ করেছে।

জানা গেছে, গত ৫ ডিসেম্বর কামরাঙ্গীরচরের হাসান নগরে নিখোঁজ হন মো. আলম। খোঁজাখুঁজির পর কোথাও তার সন্ধান না পেয়ে কামরাঙ্গীরচর থানা-পুলিশের শরণাপন্ন হয় ভুক্তভোগীর পরিবার। পরে পুলিশ বিভিন্ন জায়গায় তল্লাশি করে মঙ্গলবার সকালে কারখানার ভেতরে মাটির নিচ থেকে তার মরদেহ উদ্ধার করে।

স্থানীয়রা জানান, কারখানার ভেতরেই জুয়া খেলছিল কর্মচারীরা। তাতে বাধা দিলে আলমকে আঘাত করে অভিযুক্ত কর্মচারীরা। এতে ঘটনাস্থলে আলমের মৃত্যু হয়। পরে কারখানার ভেতরেই গর্ত খুঁড়ে তাকে মাটি চাপা দেয়া তারা।

সময়ের আলো/এম 




https://www.shomoyeralo.com/ad/1698385080Google-News-Update.jpg

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত


ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক গাজী আহমেদ উল্লাহ। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : +৮৮-০২-৯৬৩২৩৬৮-৭৪, ফ্যাক্স : +৮৮-০২-৯৬৩২৩৭৫ | ই-মেইল : shomoyeralo@gmail.com
close