প্রকাশ: মঙ্গলবার, ১০ ডিসেম্বর, ২০২৪, ৬:৪০ পিএম (ভিজিট : ২৩৬)
বড় ভাই নুরুল আলম এর মৃত্যুর একদিন পর উপজেলার স্লুইস গেইট প্রকল্পের খাল থেকে ছোট ভাই ক্ষুদ্র ব্যবসায়ী মো. বদিউল আলম (৫৫) মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার (১০ ডিসেম্বর) সকালে পটিয়া উপজেলার হাবিলাসদ্বীপ ইউনিয়নের চরকানা গ্রামের তেলিপাড়া এলাকায় স্থানীয়দের খবরের ভিত্তিতে পটিয়া থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে।
মো. বদিউল আলম পেশায় ক্ষুদ্র ব্যবসায়ী ছিলেন। পাশাপাশি তিনি ওই প্রকল্পে চৌকিদার হিসেবে কাজ করতেন। তার দুই সন্তান রয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, বোয়ালখালী মেলিটারি পুল সংলগ্ন চরকানাই গ্রামে স্লুইস গেট প্রকল্পের টেন্ডার গ্রহণ করেছিলেন মুরাদ নামের এক ব্যক্তি। তিনি আট মাস আগে মো. বদিউল আলমকে চৌকিদার হিসেবে নিযুক্ত করেছিলেন।
মো. বদিউল আলমের ছোট ছেলে মো. কবির হোসেন সালমান জানান, গত রোববার (৮ ডিসেম্বর) দুপুরে খাবার খেয়ে তিনি বাড়ি থেকে বের হন। এরপর থেকে তিনি নিখোঁজ ছিলেন। রামুতে ছাগল কেনার উদ্দেশ্যে বের হওয়ার কথা ছিল তার। অনেক খোঁজাখুঁজির পর মঙ্গলবার সকালে স্লুইস গেট প্রকল্পের খালে তার লাশ ভাসতে দেখা যায়। পরে খবর পেয়ে আমার বাবার লাশ উদ্ধার করি।
এদিকে লাশ উদ্ধারের আগের দিন সোমবার (৯ ডিসেম্বর) বদিউল আলমের বড় ভাই নুরুল আলম মৃত্যুবরণ করেন।
এই বিষয়েভপটিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আরিফুল ইসলাম জানান, খবর পাওয়ার পর পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে।
তিনি বলেন, মৃত্যুর কারণ এখনই নিশ্চিত করে বলা যাচ্ছে না। তদন্ত চলছে। লাশ ময়নাতদন্তের জন্য চমেকে পাঠানো হয়েছে। রিপোর্ট পাওয়ার পর বিস্তারিত জানা যাবে।
এদিকে পরপর দুইদিনে দুই ভাইয়ের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
সময়ের আলো/জেডআই