ই-পেপার রবিবার ১৫ ডিসেম্বর ২০২৪
রবিবার ১৫ ডিসেম্বর ২০২৪
ই-পেপার

রবিবার ১৫ ডিসেম্বর ২০২৪

কুমিল্লায় ভ্যাট দিবসের অনুষ্ঠানে বক্তারা
চুরি বন্ধ করে দিন, ভ্যাট কর্মকর্তারা দরজায় কড়া নাড়বে না
প্রকাশ: মঙ্গলবার, ১০ ডিসেম্বর, ২০২৪, ৬:৩৬ পিএম  (ভিজিট : ৬০)
‘ভ্যাট দিবো জনে জনে, অংশ নেব উন্নয়নে’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে ভ্যাট প্রদানের প্রতি জনগণকে আরও সচেতন ও উদ্বুদ্ধ করতে কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট, কুমিল্লার উদ্যোগে পালিত হলো ভ্যাট দিবস ও ভ্যাট সপ্তাহ ২০২৪। 

দিবসটি উপলক্ষে মঙ্গলবার (১০ ডিসেম্বর) কুমিল্লা নগরীর একটি হোটেলে সেমিনারের আয়োজন করা হয়। এসময়, সেমিনারে বক্তারা দেশের অর্থনৈতিক উন্নয়নের জন্য রাজস্ব আহরণের গুরুত্ব তুলে ধরেন। 

সেমিনারে বক্তারা বলেন, ভ্যাট প্রদানকে সহজ করা এবং ভ্যাট প্রদানে করদাতাদেরকে উৎসাহিত করা ভ্যাট দিবসের লক্ষ্য। রাজস্ব আহরণ বৃদ্ধির লক্ষ্যে বাংলাদেশের বর্তমান জিডিপির অনুপাত ও দুই ডিজিটে উন্নীত করতে হলে ব্যবসায়ী সমাজ, জাতীয় রাজস্ব বোর্ড ও চূড়ান্ত করদাতা জনগণকে সমন্বিতভাবে ভূমিকা রাখতে হবে। এক্ষেত্রে, প্রতি ১০০ টাকা রাজস্ব আহরণে বর্তমান ব্যয় মাত্র ১৯ পয়সা হতে উল্লেখযোগ্য পরিমাণে বৃদ্ধি করতে সরকারকে উদ্যোগ গ্রহণ করতে হবে। 

বক্তারা আরো বলেন, আমাদেরকে বন্ধুত্বের হাত বাড়িয়ে দিতে হবে। আমাদেরকে শত্রু ভাবা যাবে না। আর এভাবেই আমরা সামনে এগিয়ে যাবো। রাষ্ট্রের সিংহভাগ আয় আসে ভ্যাট থেকে। ভ্যাট থেকে দেশের রেভিনিউ এর ৪০ ভাগ আসে। উন্নয়নের গতি অটুট রাখতে রাজস্ব বাড়ানোর কোনো বিকল্প নেই। ব্যাপক জনগোষ্ঠীর সম্মিলিত প্রচেষ্টাতেই সকল ভ্যাট আদায় সম্ভব হবে। সামগ্রিক ভ্যাট ব্যবস্থাপনাকে পূর্ণাঙ্গ অটোমেশনে আনতে জাতীয় রাজস্ববোর্ড কাজ করে যাচ্ছে। এতে, করদাদাতেরও অগ্রণী ভূমিকা পালন করতে হবে। আর, আপনারা চুরি বন্ধ করে দিন, ভ্যাট কর্মকর্তারা আপনার দরজায় কড়া নাড়বে না। 

বক্তারা আরো উল্লেখ করেন, গত অর্থবছরের তুলনায় এ বছর জাতীয় অর্থ বাজেটে ভ্যাটের অবদান বেড়েছে। এছাড়াও, ভ্যাটে প্রযুক্তির ছোঁয়া লাগতে শুরু করেছে। আমরা এখন অনলাইনেই আয়কর আবেদন, আয়কর রিটার্ন ও আয়কর জমা দিতে পারি। ভ্যাট সফটওয়্যার চলে আসলে আগামীতে আরো উন্নত হবে এই দিকটা। আর, গ্রাহকদেরকে বলবো ভ্যাট দেওয়ার পর অবশ্যই ভ্যাট চালান গ্রহণ করতে হবে। সমতাভিত্তিক ও বৈষম্যহীন সমাজ গঠনে জাতীয় রাজস্ব বোর্ড বিশেষ পদক্ষেপ গ্রহণ করেছে। ভোজ্য তেল, কীটনাশক, হজযাত্রার টিকেট খরচ ও অন্যান্য ফি'র ক্ষেত্রে ভ্যাট প্রত্যাহার করা হয়েছে। ভারী শিল্পের ক্ষেত্রেও ভ্যাট হ্রাস করা হচ্ছে। এসময়, বক্তারা দেশের সার্বিক উন্নয়নে সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করে যাওয়া দৃপ্ত অঙ্গীকার ব্যক্ত করেন বক্তারা।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কুমিল্লা কর অঞ্চলের কর কমিশনার শেখ মো. মনিরুজ্জামান। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট, কুমিল্লার কমিশনার মোহাম্মদ মাহমুদুল হাসান। স্বাগত বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট, কুমিল্লার অতিরিক্ত কমিশনার মির্জা সহিদুজ্জামান। মূল প্রবন্ধ উপস্থাপনা করেন, কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট, কুমিল্লার যুগ্ম কমিশনার মো. পায়েল পাশা। 

এসময় কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট, কুমিল্লার সহকারী কমিশনার ইমরান হোসেন ও রীমা আকতারের সঞ্চালনায় অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন, কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট, কুমিল্লার যুগ্ম কমিশনার স্নিগ্ধা বিশ্বাস, যুগ্ম কমিশনার ফাহাদ আল ইসলাম, কুমিল্লা চেম্বার অব কমার্সের সহ সভাপতি জামাল আহমেদ। এছাড়াও, সেমিনারে কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট, কুমিল্লার মাঠ পর্যায়ের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, কর্মচারীবৃন্দ ছাড়াও বিভিন্ন পর্যায়ের স্টেকহোল্ডার, বিভিন্ন সেক্টরের ব্যবসায়ী, উৎপাদনকারীগণ ও বিভিন্ন স্তরের সম্মানিত ভ্যাটদাতারা উপস্থিত ছিলেন। 

সেমিনারে অতিথিদের বক্তব্য শেষে, ভ্যাটদাতারা ভ্যাট এক্সাইজ কর্মকর্তাদের মধ্যে প্রশ্ন-উত্তর পর্ব অনুষ্ঠিত হয়। এখানে, ভ্যাটদাতারা কর্মকর্তাদের বিভিন্ন প্রশ্ন করেন ও কর্মকর্তারা সেগুলোর উত্তর প্রদান করেন। এসময়, ভ্যাটদাতারা ভ্যাটসম্পর্কিত বিভিন্ন পরামর্শও প্রদান করেন।

সময়ের আলো/জেডআই




এই ক্যাটেগরির আরো সংবাদ


https://www.shomoyeralo.com/ad/1698385080Google-News-Update.jpg

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত


ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক গাজী আহমেদ উল্লাহ। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : +৮৮-০২-৯৬৩২৩৬৮-৭৪, ফ্যাক্স : +৮৮-০২-৯৬৩২৩৭৫ | ই-মেইল : shomoyeralo@gmail.com
close