প্রকাশ: সোমবার, ৯ ডিসেম্বর, ২০২৪, ১০:৫৫ পিএম আপডেট: ০৯.১২.২০২৪ ১০:৫৭ পিএম (ভিজিট : ২১৭)
ঢাকা-আগরতলা লং মার্চ থেকে প্রভুত্ব নয়, বন্ধুত্বের বার্তা দিতে চাই বিএনপি বলে মন্তব্য করেছেন যুবদলের কেন্দ্রীয় সভাপতি আব্দুল মোনায়েম মুন্না। সোমবার (৯ ডিসেম্বর) সন্ধ্যায় লং মার্চ উপলক্ষ্যে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর এলাকা পরিদর্শনে এসে তিনি এমন মন্তব্য করেন।
সাংবাদিকদের তিনি বলেন, ‘লং মার্চ সফলে আমরা এখানে এসেছি। আমরা কোথাও কি করবো সেটা দেখতে এসেছি। আলোচনা করে সমাবেশের স্থান নির্ধারণ করা হবে।’
সাংবাদিকদের প্রশ্নের জবাবে যুবদল সভাপতি বলেন, ‘বিএনপি জনগণের দল। বাংলাদেশের স্বাধীনতা প্রশ্নে আপোষহীন। বিএনপি চেয়ারপার্সন আগেই বলেছেন দেশের বাইরে আমাদের প্রভুত্ব নেই, বন্ধু আছে। লং মার্চ থেকে আমরা ভারতকে এ বার্তা দিতে চাই।’
এসময় যুবদলের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন, স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস এম জিলানী, ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সদস্য কবির আহমেদ ভুঁইয়া প্রমুখ উপস্থিত ছিলেন।
সময়ের আলো/আরআই