ই-পেপার মঙ্গলবার ৪ ফেব্রুয়ারি ২০২৫
মঙ্গলবার ৪ ফেব্রুয়ারি ২০২৫
ই-পেপার

মঙ্গলবার ৪ ফেব্রুয়ারি ২০২৫

নিরাপত্তাকর্মী-অসহায়দের মাঝে জবি ছাত্রদলের শীতবস্ত্র বিতরণ
প্রকাশ: সোমবার, ৯ ডিসেম্বর, ২০২৪, ৮:৪৭ পিএম  (ভিজিট : ৩৫৬)
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) নিরাপত্তাকর্মী এবং ক্যাম্পাস এলাকার গরিব, অসহায় ও পথ শিশুদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) ছাত্রদল। বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মেহেদী হাসান হিমেলের নেতৃত্বে এ শীতবস্ত্র কার্যক্রম পরিচালিত হয়।

আজ সোমবার (৯ ডিসেম্বর) সন্ধ্যার দিকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভিতরে বেগম খালেদা জিয়ার নামফলকের সামনে ক্যাম্পাস নিরাপত্তাকর্মীদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়। পরে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে গরিব, অসহায় ও পথ শিশুদের শীত বস্ত্র বিতরণ করা হয়।

এসময় জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সিনিয়র যুগ্ম সম্পাদক মেহেদী হাসান হিমেল বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় শীতের আগাম প্রস্তুতি হিসেবে আজকের এই শীত বস্ত্র বিতরণ কর্মসূচি। প্রচন্ড শৈত্য প্রবাহে মানুষের যেন কষ্ট না হয় তার আগাম প্রস্তুতি হিসেবেই আজকের এই কর্মসূচি পালন করলাম। ভবিষ্যতেও এইরকম জনকল্যাণমুখী কাজে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদল নিয়োজিত থাকবে। 

এসময় অন্যান্য নেতৃবৃন্দদের মধ্যে জবি ছাত্রদলের সহ-সভাপতি ওয়াহিদুজ্জামান নিক্সন, যুগ্ম সম্পাদক ওহাদুজ্জান তুহিন, শাহারিয়ার হোসেন, রফিকুল ইসলাম, স্কুল বিষয়ক সম্পাদক তৌহীদ চৌধুরী, আপ্যায়ন বিষয়ক সম্পাদক মুজাম্মেল মামুন ডেনি, সহ সাংগঠনিক মোবাইদুর রহমান, মাহিদ হাসান, ১নং সদস্য মোঃ সাদমান আমিন সাম্যসহ ছাত্রদলের কর্মীরা উপস্থিত ছিলেন।

সময়ের আলো/এম 




এই ক্যাটেগরির আরো সংবাদ


https://www.shomoyeralo.com/ad/1698385080Google-News-Update.jpg

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত


ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক গাজী আহমেদ উল্লাহ। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : +৮৮-০২-৯৬৩২৩৬৮-৭৪, ফ্যাক্স : +৮৮-০২-৯৬৩২৩৭৫ | ই-মেইল : shomoyeralo@gmail.com
close