প্রকাশ: সোমবার, ৯ ডিসেম্বর, ২০২৪, ৮:৪১ পিএম (ভিজিট : ১৪৪)
নাটোরের সিংড়ায় সতীনের কন্যা হাওয়া খাতুন (৮) নামে এক শিশুকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে সৎ মায়ের বিরুদ্ধে। ঘটনার পর শিশু কন্যাকে পাশে পুকুরে নিক্ষেপ করা হয়। এই নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে দ্বন্দ্বের এক পর্যায় হাফিজুল ইসলাম বিষপান করে আত্মহত্যার চেষ্টা করলে স্থানীয়রা তাকে উদ্ধার করে সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। অপরদিকে বিষয়টি এলাকায় জানাজানি হলে এ ঘটনায় পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য সৎ মা নুপুর বেগমকে আটক করেন।
সোমবার (৯ ডিসেম্বর) সকালে উপজেলার হাতিয়ান্দহ ইউনিয়নের দিঘল গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত শিশু হাওয়া খাতুন (৮) উপজেলার হাতিয়ান্দহ ইউনিয়নের দিঘল গ্রামের হাফিজুল ইসলামের মেয়ে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সিংড়া উপজেলার হাতিয়ান্দহ ইউনিয়নের দিঘল গ্রামে হাফিজুল ইসলাম পুকুর পাহারা কাজ করেন। পুকুর পাড়ে স্ত্রী ও মেয়েকে নিয়ে একটি ঘরে তিনি বসবাস করতেন। আজ (সোমবার) সকালে সৎ মা নুপুর বেগম তার সতীনের আট বছরের মেয়ে হাওয়া খাতুনকে মাথায় কুপিয়ে রক্তাক্ত জখম করে পুকুরের পানিতে ফেলে দেয়।
এ নিয়ে স্বামী ও স্ত্রীর মধ্যে বিরোধ শুরু হয়। এক পর্যায়ে স্বামী হাফিজুল ইসলাম বিষপান করলে স্থানীয়রা তাকে উদ্ধার করে সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন ভর্তি করেন। এরপর স্থানীয় লোকজন বিষয়টি জানার পর পুকুর থেকে ওই শিশুটির মরদেহ উদ্ধার করে। পরে পুলিশে খবর দিলে পুলিশ ঘটনাস্থল থেকে নিহত শিশুর মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়। এসময় পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য নিহতের সৎ মা নুপুর বেগমকে আটক করে থানায় নিয়ে নেওয়া হয়।
সিংড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আসমাউল হক বিষয়টি নিশ্চিত করে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে শিশুটির মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মরদেহ নাটোর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। শিশুটির মাথায় আঘাতের চিহ্ন দেখা গেছে। জিজ্ঞাসাবাদের জন্য সৎ মাকে থানায় আনা হয়েছে। এ ঘটনায় আইনি প্রক্রিয়া চলছে।
সময়ের আলো/আরআই