মেট্রোরেলের একক যাত্রার টিকিট সংকট, ভোগান্তিতে যাত্রীরা
প্রকাশ: রবিবার, ৮ ডিসেম্বর, ২০২৪, ৩:৪২ পিএম (ভিজিট : ১৮৮)
একক যাত্রার টিকিটের ঘাটতির কারণে ঢাকা মেট্রোরেলের বেশ কিছু স্টেশনে ভোগান্তি পোহাতে হয়েছে যাত্রীদের।
রোববার (৮ ডিসেম্বর) সকালে মিরপুর ১০ ও ১১ স্টেশনে এমন ঘটনা ঘটেছে বলে জানা গেছে।
যাত্রীদের অভিযোগ, শুধুমাত্র এমআরটি ও র্যাপিড পাসধারী যাত্রীদের প্লাটফর্মে ঢুকতে দেওয়া হয়েছে। ভেন্ডিং মেশিনে একক যাত্রার টিকিট শেষ হয়ে যাওয়ায় অনেক যাত্রীকে গন্তব্যে যেতে সমস্যায় পড়তে দেখা যায়।
ম্যাস র্যাপিড ট্রানজিট (এমআরটি) লাইন-৬ এর উপপরিচালক (জনসংযোগ) আহসান উল্লাহ শরিফী বলেন, একক যাত্রার টিকিটের ঘাটতি থাকায় সমস্যা তৈরি হচ্ছে।
তিনি বলেন, সকালে অধিকাংশ যাত্রীই মতিঝিলের দিকে যান। সেই তুলনায় বিপরীতদিকে যাত্রী কম থাকায় কিছু স্টেশনে একক যাত্রার টিকিটের সংকট দেখা দেয়।
সময়ের আলো/এএ/