ই-পেপার সোমবার ১৬ ডিসেম্বর ২০২৪
সোমবার ১৬ ডিসেম্বর ২০২৪
ই-পেপার

সোমবার ১৬ ডিসেম্বর ২০২৪

বেদখল ফুটপাথে ভোগান্তি
প্রকাশ: রবিবার, ৮ ডিসেম্বর, ২০২৪, ৬:৫৭ এএম  (ভিজিট : ২৪০)
বরিশাল নগরীর গুরুত্বপূর্ণ সব ফুটপাথ দখল করেছে ভ্রাম্যমাণ ব্যবসায়ীরা। আর শহরের গুরুত্বপূর্ণ সড়ক ও মোড়গুলো এখন অটো-সিএনজিচালকদের দখলে। 

এতে ভোগান্তিতে পড়েছেন নগরবাসী। দ্রুত সমস্যার সমাধান না করলে ভোগান্তি আরও বাড়বে বলে শঙ্কা প্রকাশ করেছেন এলাকাবাসী। সম্মিলিত উদ্যোগ গ্রহণের মাধ্যমে শতভাগ নাগরিক সুবিধা নিশ্চিতে অবিলম্বে কার্যকরী পদক্ষেপ গ্রহণের দাবি তাদের। আর সিটি করপোরেশন ও ট্রাফিক বিভাগ বলছে সমস্যা সমাধানে কাজ করছে তারা।

বরিশাল নগরীর প্রধান প্রধান সড়ক ও শাখা সড়কের ওপর অস্থায়ীভাবে গড়ে উঠেছে দোকানপাট। ক্ষুদ্র ব্যবসায়ীদের এই দখলদারিত্বের কারণে নগরবাসী ফুটপাথ ছেড়ে সড়ক দিয়ে হাঁটতে বাধ্য হচ্ছেন। এ কারণে দিনের গুরুত্বপূর্ণ সময়ে নগরীতে দেখা যাচ্ছে তীব্র যানজট। এতে চরম ভোগান্তিতে পড়েছেন নগরবাসী। অবিলম্বে ফুটপাথ দখলমুক্ত করার পাশাপাশি যানজট লাঘবের দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা।

নগরীর বাসিন্দা আলমাস খান বলেন, সড়কের ওপর ভ্যানে করে বিভিন্ন জিনিসপত্র বিক্রি হচ্ছে। এ কারণে সড়কে চলাচলে বিঘ্ন হচ্ছে। ফুটপাথেও হাঁটার জায়গা নেই। দোকান মালিকরা দোকান ছেড়ে সড়ক ও ফুটপাথের ওপর টেবিল বসিয়ে ব্যবসা করছে। এতে শহরে যানজট বাড়ছে। তাদের উচ্ছেদের ব্যবস্থা করা উচিত। কিন্তু আমাদের এখানে একজন আরেকজনকে দায়ী করছে। যে যার কাজ করলে শহর পরিচ্ছন্ন থাকবে।

আরেক বাসিন্দা সোবাহান হাওলাদার বলেন, মাঝেমধ্যে দেখি পুলিশ ও সিটি করপোরেশন এদের সরিয়ে দেয় কিন্তু এরা আবার ফুটপাথ দখল করছে। স্থায়ী ব্যবস্থা না নিলে সাধারণ মানুষের ভোগান্তি আরও বাড়বে।

বরিশাল সিটি করপোরেশন থেকে জানা গেছে, বরিশাল নগরীর ৩০টি ওয়ার্ডে ছোট-বড় মিলিয়ে ২০১৮ সালের তথ্য অনুযায়ী ১ হাজার ৯৫২টি সড়ক রয়েছে। স্বল্প প্রস্তের এসব সড়কগুলোর দুই পাশই দখল হয়ে বসেছে ভ্রাম্যমাণ দোকান। এর মধ্যে নগরীর সিটি করপোরেশন সংলগ্ন ফজলুল হক অ্যাভিনিউ এলাকায় বছরের পর বছর ধরে জুতা, গেঞ্জি, লুঙ্গি, কসমেটিকসসহ বিভিন্ন সামগ্রী বিক্রি করছে হকাররা। এমনিভাবে নগর ভবনের অন্যদিকের সড়কের ফুটপাথও দখল করা হয়েছে। সেখানে ভ্যানগাড়িকে দোকান বানিয়ে ফুটপাথ ও সড়কের মধ্যেই চলছে পোশাকের ব্যবসা। পাশাপাশি সড়কের দুই পাশেই অটো-সিএনজি দখল নিয়েছে।

এ ছাড়া নগরীর সদর রোড, গির্জা মহল্লা, চকবাজার, ফজলুল হক অ্যাভিনিউ, কাঠপট্টি, হাসপাতাল রোড, বাজার রোড, বাংলাবাজার, শের-ই-বাংলা মেডিকেলের সামনের সড়ক, সাগরদী, লঞ্চঘাট, বটতলা, কাউনিয়া প্রধান সড়ক, নতুন বাজারের ফুটপাথসহ জনগুরুত্বপূর্ণ সব সড়ক ও ফুটপাথ দখলে চলে গেছে।

বরিশাল সিটি করপোরেশন বলছে, নগরীর বিভিন্ন সড়কে দখলদারদের উচ্ছেদের জন্য ইতিমধ্যে মৌখিকভাবে জানানো হয়েছে। পাশাপাশি একটি উচ্ছেদ কমিটিও গঠন করা হয়েছে।

এ বিষয়ে বরিশাল সিটি করপোরেশনের অবৈধ উচ্ছেদ শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা স্বপন কুমার দাস বলেন, সিটি করপোরেশনের প্রধান প্রধান সড়কগুলোয় যেসব স্থায়ী-অস্থায়ী স্থাপনা গড়ে উঠেছে সেগুলো অপসারণের জন্য ইতিমধ্যে বিসিসির অবৈধ উচ্ছেদ পরিদর্শকদের নেতৃত্বে টিম গঠন করা হয়েছে। ওইসব অবৈধ স্থাপনা সরিয়ে ফেলার জন্য ইতিমধ্যেই মৌখিকভাবে জানানো হয়েছে তাদের। যাতে জনসাধারণের চলাচলের পথ রুদ্ধ না হয়। এরপরেও তারা না সরলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

এদিকে বরিশাল মেট্রোপলিটন ট্রাফিক বিভাগ বলছে, বরিশালে গাড়ি পার্কিং করার জন্য নির্দিষ্ট কোনো ব্যবস্থা না থাকায় সমস্যা হচ্ছে। সড়কে কেউ অবৈধ দোকান বসালে তারা ব্যবস্থা নেবেন।

এ বিষয়ে বরিশাল মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার আলী আশরাফ ভূঁঞা বলেন, আমরা প্রতিনিয়ত ফুটপাথ থেকে দখলদারদের উচ্ছেদ করছি। সার্বিকভাবে মোবাইল কোর্ট পরিচালনা করা হচ্ছে। বরিশালে রাস্তার সংখ্যা কম আর দোকানপাটের সংখ্যা বেশি। তারপরও আমরা অনেক জায়গায় অপারেশন করে অবৈধ দখলদারদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছি।

সময়ের আলো/আরএস/




https://www.shomoyeralo.com/ad/1698385080Google-News-Update.jpg

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত


ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক গাজী আহমেদ উল্লাহ। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : +৮৮-০২-৯৬৩২৩৬৮-৭৪, ফ্যাক্স : +৮৮-০২-৯৬৩২৩৭৫ | ই-মেইল : shomoyeralo@gmail.com
close