ই-পেপার সোমবার ১৬ ডিসেম্বর ২০২৪
সোমবার ১৬ ডিসেম্বর ২০২৪
ই-পেপার

সোমবার ১৬ ডিসেম্বর ২০২৪

চট্টগ্রাম ইপিজেডের কারখানায় আগুন, ২ ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে
প্রকাশ: শনিবার, ৭ ডিসেম্বর, ২০২৪, ১০:০০ পিএম  (ভিজিট : ১৬৪)
চট্টগ্রাম নগরীর ইপিজেড থানাধীন ইপিজেডে ছয়তলা একটি ভবনের চতুর্থতলায় কার্টন তৈরির কারখানায় লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। শনিবার (৭ ডিসেম্বর) সন্ধ্যা সোয়া ৬টার দিকে আগুন লাগার পর রাত সোয়া ৮টায় পুরোপুরি নিয়ন্ত্রণে আসে। 

ইপিজেড বেপজা গেটের পাশে ইউনিটি অ্যাক্সেসরিজ নামে ওই কারখানার আগুন নিয়ন্ত্রণে নগরীর বিভিন্ন স্থান থেকে আসা ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট কাজ করেছে। নৌ বাহিনীর অগ্নিনির্বাপক দলও আগুন নিয়ন্ত্রণে কাজ করেছে।

চট্টগ্রাম ফায়ার সার্ভিসের আগ্রাবাদ কার্যালয়ের উপ-পরিচালক আবদুল মালেক বলেন, ইপিজেডের কারখানায় আগুন লাগার পর ফায়ার সার্ভিসের একাধিক ইউনিট কাজ করেছে। ২ ঘণ্টা পর রাত সোয়া ৮টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। এখন ডাম্পিংয়ের কাজ চলছে। তবে এখনো নিশ্চিত হওয়া যায়নি কি কারণে আগুন লেগেছে। ক্ষয়ক্ষতি নিরূপণের কাজ চলছে।

সময়ের আলো/আরআই





https://www.shomoyeralo.com/ad/1698385080Google-News-Update.jpg

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত


ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক গাজী আহমেদ উল্লাহ। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : +৮৮-০২-৯৬৩২৩৬৮-৭৪, ফ্যাক্স : +৮৮-০২-৯৬৩২৩৭৫ | ই-মেইল : shomoyeralo@gmail.com
close