ই-পেপার সোমবার ১৬ ডিসেম্বর ২০২৪
সোমবার ১৬ ডিসেম্বর ২০২৪
ই-পেপার

সোমবার ১৬ ডিসেম্বর ২০২৪

সীতাকুণ্ডে আগুনে ৬ বসতঘর পুড়ে ছাই
প্রকাশ: শনিবার, ৭ ডিসেম্বর, ২০২৪, ৮:১৭ পিএম  (ভিজিট : ২৮৮)
ভয়াবহ অগ্নিকাণ্ডে চট্টগ্রামের সীতাকুণ্ড বারৈয়ারঢালা ইউনিয়নের লালানগর গ্রামে ৬টি পরিবারের বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। এ সময় আনুমানিক ১৮ থেকে ২০ লাখ টাকা ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেন ভুক্তভোগী পরিবার। শনিবার (৭ নভেম্বর) সকাল ৯টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে।

ক্ষতিগ্রস্ত পরিবার ও এলাকা সূত্রে জানা যায়, আজ (শনিবার) সকাল সাড়ে ৮টার দিকে ২নং বারৈয়াঢালা ইউনিয়নের পশ্চিম লালানগর গ্রামের ইমান আলী মৌলভি বাড়িতে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। মুহূর্তে মধ্যে ৬টি বসতঘর ও আসবাবপত্র পুড়ে ছাই হয়ে যায়। খবর পেয়ে সীতাকুণ্ড ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে এবং দেড় ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।

এ বিষয়ে সীতাকুণ্ড ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মো. নুরুল আলম দুলাল বলেন, আমরা অগ্নিকাণ্ডের খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন অন্যদিকে ছড়িয়ে পড়ার আগেই প্রায় দেড় ঘণ্টা চেষ্টা চালানোর পর আগুন নিয়ন্ত্রণে আনা হয়। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটতে পারে বলে জানান তিনি।

সময়ের আলো/আরআই




https://www.shomoyeralo.com/ad/1698385080Google-News-Update.jpg

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত


ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক গাজী আহমেদ উল্লাহ। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : +৮৮-০২-৯৬৩২৩৬৮-৭৪, ফ্যাক্স : +৮৮-০২-৯৬৩২৩৭৫ | ই-মেইল : shomoyeralo@gmail.com
close