প্রকাশ: শনিবার, ৭ ডিসেম্বর, ২০২৪, ৭:৫৮ পিএম আপডেট: ০৭.১২.২০২৪ ৭:৫৯ পিএম (ভিজিট : ৩১৯)
চট্টগ্রাম নগরীর ইপিজেড থানাধীন ইপিজেডে ৬ তলা একটি ভবনের চতুর্থতলায় থাকা একটি কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে নগরীর বিভিন্ন স্থান থেকে আসা ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট কাজ শুরু করছে।
শনিবার (৭ ডিসেম্বর) সন্ধ্যা সোয়া ৬টার দিকে ইপিজেড বেপজা গেটের পাশে ইউনিটি অ্যাক্সেসরিজ নামে ওই কারখানায় আগুন লাগে।
চট্টগ্রাম ফায়ার সার্ভিসের আগ্রাবাদ কার্যালয়ের উপ-পরিচালক আবদুল মালেক বলেন, ইপিজেডের কারখানায় আগুন লাগার পর ফায়ার সার্ভিসের একাধিক ইউনিট কাজ শুরু করেছে। আশা করছি আগুন দ্রুত নিয়ন্ত্রণে আসবে। তবে এখনো নিশ্চিত হওয়া যায়নি কী কারণে আগুন লেগেছে।
সময়ের আলো/আরআই