ই-পেপার সোমবার ১৬ ডিসেম্বর ২০২৪
সোমবার ১৬ ডিসেম্বর ২০২৪
ই-পেপার

সোমবার ১৬ ডিসেম্বর ২০২৪

বিএনপির জনসভায় পলকের শ্যালিকা, সমালোচনার ঝড়
সিংড়া উপজেলা বিএনপি নেতার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা
প্রকাশ: শনিবার, ৭ ডিসেম্বর, ২০২৪, ৪:০২ পিএম আপডেট: ০৭.১২.২০২৪ ৪:০৩ পিএম  (ভিজিট : ২০৫)
নাটোরের সিংড়ায় উপজেলা বিএনপির জনসভায় দেখা গিয়েছে সাবেক আইসিটি প্রতিমন্ত্রী অ্যাডভোকেট জুনাইদ আহমেদ পলকের শ্যালিকা ও দীপ মেডিকেলের মালিক ডা. ফারজানা রহমান দৃষ্টি। তাকে মঞ্চের আসনে বসতে দেওয়ায় উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক অধ্যক্ষ আনোয়ারুল ইসলাম আনুর বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণের জন্য কারণ দর্শানো হয়েছে।

শনিবার (৭ ডিসেম্বর) জেলা বিএনপির সদস্য সচিব রহিম নেওয়ার এর স্বাক্ষরিত পত্রে বিষয়টি উল্লেখ করা হয়। এতে বলা হয়েছে, শুক্রবার সিংড়া উপজেলা বিএনপি আয়োজিত জনসভা মঞ্চে ফ্যাসিস্ট সরকারের আইসিটি প্রতিমন্ত্রী পলকের শ্যালিকা ডক্টর ফারজানা রহমানের উপস্থিত হওয়া এবং আসন গ্রহণ ঘটনাটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়ায় দলীয় শৃঙ্খলা পরিপন্থী, তাতে বিএনপির ভাবমূর্তি ক্ষুন্ন হয়েছে। কেন তার জন্য আপনার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে না তা আগামী ৪৮ ঘণ্টার মধ্যে স্বশরীরে হাজির হয়ে বা লিখিত জবাবের জন্য তাকে নির্দেশ দেওয়া হয়।

অনুষ্ঠানে থাকা একাধিক বিএনপির নেতৃবৃন্দ বলছেন, ফারজানা রহমান দৃষ্টি আওয়ামী লীগের শাসনামলে পলকের দাপটে মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন ভাড়া নিয়ে ক্লিনিক পরিচালনা করেছেন। এছাড়া তিনি পলকের নির্বাচনের সময় প্রকাশ্যে নৌকার ভোট করেছেন। জয় বাংলা অ্যাওয়ার্ডও নিয়েছেন পলকের প্রভাবে। এছারাও ভারপ্রাপ্ত আহ্বায়ক অধ্যক্ষ আনোয়ারুল ইসলাম আনু সাবেক আইসিটি প্রতিমন্ত্রী পলকের চাচা শ্বশুর হওয়ায় সুবিধাজনক অবস্থানে ছিলেন। গত ১৫ বছরে আওয়ামী লীগের সুবিধাপ্রাপ্ত ফারজানা মঞ্চে বসিয়ে বিএনপির বানানোর চেষ্টা করছেন আনোয়ারুল ইসলাম আনু। এতে দলের অনেকে ক্ষুব্ধ।

বিএনপির নেতা-কর্মীরা বলেন, সাধারণ কর্মীরা গত ১৫ বছর নির্যাতিত হলেও এই সুবিধাবাদী লোকজন সব সময় সুবিধায় থাকে। ভারপ্রাপ্ত আহ্বায়ক অধ্যক্ষ আনোয়ারুল ইসলাম আনু সাবেক আইসিটি প্রতিমন্ত্রী পলকের চাচা শ্বশুর হওয়ায় সুবিধাজনক অবস্থানে ছিলেন। তাই এখন আওয়ামী লীগের সুবিধাপ্রাপ্ত ফারজানাকে বিএনপির বানানোর চেষ্টা করছেন আনোয়ারুল ইসলাম আনু।

শুক্রবার বিকেলে সিংড়া উপজেলা বিএনপি আয়োজিত জনসভায় সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক অধ্যক্ষ আনোয়ারুল ইসলাম আনু। প্রধান অতিথি ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক উপমন্ত্রী অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সিংড়ার সাবেক সংসদ সদস্য অধ্যাপক কাজী গোলাম মোর্শেদ।

এব্যাপারে ডা. ফারজানা রহমান দৃষ্টি বলেন, তিনি চিকিৎসক। চিকিৎসার পাশাপাশি সামাজিক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত। এসব কর্মকাণ্ডের কারণে আওয়ামী লীগ ক্ষমতায় থাকার সময় বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে দাওয়াত পেয়েছেন। সামাজিক কর্মকাণ্ডের জন্য জয় বাংলা অ্যাওয়ার্ডসহ বিভিন্ন পুরস্কার পেয়েছেন বলে দাবি তার।

তিনি জানান, শুক্রবার বিএনপির জনসভার জন্য বিকেলে তিনি কোনো যানবাহন না পাওয়ার কারণে সিংড়া বাসস্ট্যান্ডের ক্লিনিক থেকে হেঁটে হাসপাতালের পাশে তার চেম্বারে যাচ্ছিলেন। এসময় তার পরিচিত কয়েকজন তাকে মঞ্চে ডাকলে কিছু সময় সেখানে ছিলেন।

সিংড়া উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক অধ্যক্ষ আনোয়ারুল ইসলাম আনু বলেন, তাকে কে মঞ্চে তুলেছে সেটা তিনি জানেন না। এই বিষয়টি নিয়ে যেহেতু তাকে কারণ দর্শানো হয়েছে। যথা সময়ে তিনি এর জবাব দিবেন।

সময়ের আলো/জেডআই




https://www.shomoyeralo.com/ad/1698385080Google-News-Update.jpg

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত


ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক গাজী আহমেদ উল্লাহ। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : +৮৮-০২-৯৬৩২৩৬৮-৭৪, ফ্যাক্স : +৮৮-০২-৯৬৩২৩৭৫ | ই-মেইল : shomoyeralo@gmail.com
close