ই-পেপার সোমবার ১৬ ডিসেম্বর ২০২৪
সোমবার ১৬ ডিসেম্বর ২০২৪
ই-পেপার

সোমবার ১৬ ডিসেম্বর ২০২৪

আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষে সাবেক ও বর্তমান ইউপি সদস্য নিহত
প্রকাশ: শনিবার, ৭ ডিসেম্বর, ২০২৪, ১:৩৫ পিএম  (ভিজিট : ২০০)
নরসিংদীর রায়পুরার যুবলীগ নেতা আবিদ হাসান রুবেল এবং পৌর আওয়ামী লীগের হারুন অর রশিদের সমর্থকদের মধ্যে সংঘর্ষে সাবেক ও বর্তমান দুই ইউপি সদস্য নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন কমপক্ষে ১০ জন।

শনিবার (৭ ডিসেম্বর) সকালে উপজেলার মেথিকান্দা-নজরপুর এলাকায় এই সংঘর্ষের ঘটনা ঘটে বলে জানিয়েছেন রায়পুরা থানার ওসি আব্দুল জব্বার।

নিহতরা হলেন- চান্দেরকান্দি ইউনিয়ন পরিষদের ৮ নম্বর ওয়ার্ডের সদস্য মানিক মিয়া (৫৫) এবং সাবেক নারী ইউপি সদস্য কল্পনা বেগম (৩২)।

পুলিশ জানায়, দীর্ঘদিন ধরে আধিপত্য বিস্তার ও গোষ্ঠীগত দ্বন্দ্বের জেরে উপজেলা যুবলীগ নেতা আবিদ হাসান রুবেল এবং রায়পুরা পৌর আওয়ামী লীগের সহসভাপতি হারুন অর রশিদের সমর্থকদের মধ্যে বিরোধ চলে আসছে। এরই জেরে সকালে দুই পক্ষের সংঘর্ষ শুরু হলে গুলিবিদ্ধ হয়ে কল্পনা বেগম ঘটনাস্থলেই মারা যান।

সংঘর্ষের সময় যুবলীগ নেতা আবিদ হাসান রুবেলের চাচা মানিক মিয়া পাশের চান্দেরকান্দি ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের মেম্বার বশির উদ্দিনের বাড়িতে আশ্রয় নেন। তখন হারুন অর রশিদের সমর্থকরা তাকে বশির উদ্দিনের বাড়ির উঠানে কুপিয়ে হত্যা করে। নিহতরা দুজনই রুবেলের সমর্থক।

রায়পুরা থানার ওসি মো. আব্দুল জব্বার বলেন, দুই পক্ষের গোষ্ঠীগত দ্বন্দ্বের জেরে ভোর থেকে সংঘর্ষের ঘটনা ঘটে। দুজন নিহত ও বেশ কয়েকজন আহত হয়েছেন বলে জেনেছি। ঘটনাস্থলে পুলিশ পৌঁছেছে, তদন্তের পর বিস্তারিত জানা যাবে।

সময়ের আলো/জেডআই




https://www.shomoyeralo.com/ad/1698385080Google-News-Update.jpg

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত


ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক গাজী আহমেদ উল্লাহ। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : +৮৮-০২-৯৬৩২৩৬৮-৭৪, ফ্যাক্স : +৮৮-০২-৯৬৩২৩৭৫ | ই-মেইল : shomoyeralo@gmail.com
close