দেশকে এগিয়ে নিতে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে: ডা. জাহিদ
আমরা বাংলাদেশে সকল ধর্মের মানুষ শান্তি সুশৃঙ্খলভাবে বসবাস করি। এখানে ধর্ম এবং বর্ণের কোনো বৈষম্য নেই। তাই আগামীতে এই দেশকে এগিয়ে নিতে, দেশ ও জাতির কল্যাণে এবং দেশের সার্বভৌমত্ব রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে বলে মন্তব্য করেছেন জাতীয়তাবাদী দল বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. জাহিদ হোসেন।
শুক্রবার (৬ ডিসেম্বর) সকাল ১১টায় পৌর শহরের বাংলাহিলি পাইলট স্কুল এন্ড কলেজ মাঠে উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ সহযোগী সংগঠনের আয়োজনে উপজেলার বিভিন্ন পেশাজীবীদের সাথে সুধী সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় দিনাজপুরের হিলি উপজেলায় সকল শিক্ষাপ্রতিষ্ঠান (স্কুল, কলেজ, মাদ্রাসা ও প্রাথমিক বিদ্যালয়ের), প্রধান ও সহকারী শিক্ষক, এতিমখানার মোহ্তামিম, মসজিদের ইমাম, মোয়াজ্জেম এবং বিভিন্ন ধর্মালম্বীদের প্রতিনিধি উপস্থিত ছিলেন।
উপজেলা বিএনপির সভাপতি মো. ফেরদৌস রহমানের সভাপতিত্বে এবং যুগ্ম সাধারণ সম্পাদক এস এম রেজা বিপুল এর সঞ্চালনায় সুধী সমাবেশ ও মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন। এদিন দুপুর ১২টায় বাংলাহিলি পাইলট স্কুল এন্ড কলেজ মাঠে এসে পৌঁছালে প্রথমে তাকে স্কাউটস এর ছাত্ররা সংবর্ধনা জানায় এবং পরে শিক্ষকরা ফুলেল শুভেচ্ছা দিয়ে বরণ করে নেন। এরপর প্রধান অতিথি মাঠে উপস্থিত সকল শিক্ষক ও মসজিদের ইমাম, মোয়াজ্জেমদের সাথে শুভেচ্ছা ও কুশল বিনিময় করেন।
ডা. জাহিদ হোসেন বলেন, ফ্যাসিস্ট আওয়ামী সরকারের দোসররা এখনও ঘুপটি মেরে এবং বিভিন্ন ছদ্মবেশে আছে। তাই আমাদের সতর্ক এবং ঐক্যবদ্ধ থাকতে হবে। দেশে সংখ্যালঘু নির্যাতনের মিথ্যা অভিযোগসহ বিভিন্ন ইস্যু তৈরি করে দেশকে অস্থিতিশীল করার জন্য তাদের বন্ধু দেশ ভারত ও আওয়ামী দোসররা উসকানি দিচ্ছে। এসব উসকানিমূলক কোন কথা বা কাজে কান দেওয়া যাবে না। বরং দেশকে এগিয়ে নিতে আমাদের সবাইকে ঐক্যবদ্ধ থাকতে বলে জানান তিনি। সবশেষে দলের চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনাসহ আন্দোলনে আহতদের সুস্থতা কামনায় সবার কাছে দোয়া আহ্বান করেন।
মতবিনিময় সভায় আরও বক্তব্য রাখেন দিনাজপুর জেলা বিএনপির সভাপতি অ্যাড. মোফাজ্জল হোসেন দুলাল, সাধারণ সম্পাদক বখতিয়ার আহমেদ কচি, সহ-সভাপতি আকতার হোসেন জুয়েল, সহ-সভাপতি আতিকুর রহমান (রাজা), সহ-সভাপতি মোকাররম হোসেন, উপদেষ্টা মণ্ডলীর সদস্য মো. আকরাম হোসেন মন্ডল, সাবেক জেলা বিএনপির নেতা মকবুল রহমান গোর্কি, জেলা যুবদলের সভাপতি মোন্নাফ মুকুল, হাকিমপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন শিল্পী, বীর মুক্তিযোদ্ধা জয়নাল আবেদীন, চন্ডিপুর জামে মসজিদের ইমাম তানজীরুল ইসলাম, পাউশগাড়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাও. মামুনুর রশীদ, হাকিমপুর মহিলা কলেজের সহকারী অধ্যাপক কামরুন্নাহার রোজী, মাদ্রাসার সুপার রোস্তম আলী, হাফিজুর রহমান, প্রধান শিক্ষক গোলাম মোস্তফা কামাল, তোফাজ্জল হোসেন, সহকারী শিক্ষক মাহবুবর রহমান রাজু, বাবু মিয়া, সনাতন ধর্মালম্বীদের পক্ষে অলক কুমার বসাক মিন্টু প্রমুখ।
এছাড়াও সুধী সমাবেশ ও মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন- পৌর বিএনপির সভাপতি ভারপ্রাপ্ত ফরিদ খান, সাধারণ সম্পাদক নাজমুল হক, যুগ্ম সম্পাদক জুয়েল হোসেন, সাংগঠনিক সম্পাদক কামাল হোসেন, উপজেলা যুবদলের আহ্বায়ক শাহ আলম, সদস্য সচিব এনামুল হক তাজ,উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আনোয়ার হোসেন, সদস্য সচিব সোহেল, পৌর যুবদলের আহ্বায়ক মাজহারুল ইসলাম রাজ, সদস্য সচিব আলী মুর্তজা, মিন্নুর হোসেন, পৌর ছাত্রদলের আহ্বায়ক রিমন প্রধান, সদস্য সচিব সোহাগ সহ বিএনপি ও সকল সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
সময়ের আলো/আরআই