ই-পেপার সোমবার ১৬ ডিসেম্বর ২০২৪
সোমবার ১৬ ডিসেম্বর ২০২৪
ই-পেপার

সোমবার ১৬ ডিসেম্বর ২০২৪

লাহোরকে হারিয়ে গ্লোবাল সুপার লিগের ফাইনালে রংপুর
প্রকাশ: শুক্রবার, ৬ ডিসেম্বর, ২০২৪, ১২:০৩ পিএম  (ভিজিট : ২২৮)
গায়ানার প্রভিডেন্স স্টেডিয়ামে বৃষ্টিবিঘ্নিত ম্যাচে পাকিস্তানের লাহোর কালান্দার্সকে হারিয়ে গ্লোবাল সুপার লিগের ফাইনালে রংপুর রাইডার্স। বৃষ্টিবিঘ্নিত ম্যাচে ৯ ওভারে ৮৫ রানের পুঁজি পায় রংপুর। বৃষ্টি আইনে লাহোরের সামনে লক্ষ্য দাঁড়ায় ১১১ রানের। তবে শেষ পর্যন্ত ৭ উইকেট হারিয়ে ৮৭ রানে থামে লাহোরের ইনিংস। তাতে ২৩ রানের জয় নিয়ে মাঠ ছাড়ে সোহানের দল।

এর আগে গ্লোবাল সুপার লিগের প্রথমদিকে হারের পর টানা দ্বিতীয় জয়ের দেখা পেল রংপুর রাইডার্স। এই জয়ের ফলে গ্লোবাল সুপার লিগের ফাইনালে জায়গা করে নিল রংপুর। সবশেষ ম্যাচে গায়ানাকে হারায় তারা। গ্লোবার সুপার লিগের ফাইনাল অনুষ্ঠিত হবে আগামীকাল বাংলাদেশ সময় ভোট পাঁচটায়, শিরোপা নির্ধারণী ম্যাচে রংপুরের প্রতিপক্ষ অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়া।

৯ ওভারে নেমে আসা ম্যাচে আগে ব্যাত করে রংপুর গড়েছিল ১ উইকেটে ৮৫ রানের সংগ্রহ। ওপেনার সৌম্য সরকার দলীয় ৪৭ রানে আউট হন, সাজঘরে ফেরার আগে তিনি ১৩ বলে করেন ২২ রান। ওদিকে আরেক ওপেনার স্টিভেন টেলর ২৭ বলে করেছেন ৩২ রান। সাইদ হাসান ১৪ বলে করেন ২৭ রান।

প্রভিডেন্স স্টেডিয়ামে টসে জিতে প্রথমে ব্যাট করতে নামে রংপুর। ৯ ওভারে ১ উইকেটে ৮৫ রান তোলার পর বাঁধা হয়ে আসে বৃষ্টি। স্টিভেন টেলর ২৭ বলে ৩২ ও সাইফ হাসান ১৪ বলে ২৭ রানে অপরাজিত থাকেন। ওপেনিংয়ে নামা সৌম্য সরকার ১৩ বলে ২২ রান করে আউট হন। বৃষ্টিতে সময় নষ্ট হওয়ায় রংপুর আর ব্যাট করতে পারেনি, ডিএলএস (ডাকওয়ার্থ লুইস পদ্ধতি) নিয়মে লাহোরের লক্ষ্য দাঁড়ায় ৯ ওভারে ১১১ রানের।

জয়ের জন্য ১১১ রানের লক্ষ্যে ব্যাট করতে নামা লাহোর খেলতে নেমে প্রথম ওভারেই ৩ উইকেট হারায় দলটি। অ্যাডাম রসিংটন রান আউট হওয়ার পর আরও দুজনকে সাজঘরে ফেরান মেহেদী হাসান। এই বোলার পরে আরও এক উইকেট নিয়েছেন। দলীয় ১৪ রানে ৪ উইকেট হারানো লাহোরের হাল ধরতে পারেনি আর কোনো ব্যাটারই। শেষ পর্যন্ত পাকিস্তানের দলটি থামে ৭ উইকেটে ৮৫ রান করে। এতে ২৩ রানের জয়ে ফাইনাল নিশ্চিত হয় রংপুরের।

চার ম্যাচের দুটিতে জিতে রংপুরের পয়েন্ট ৪। সমান পয়েন্ট গায়ানা আমাজন ওয়ারিয়র্স ও লাহোর কালান্দার্সের থাকলেও রান রেটে এগিয়ে নুরুল হাসানরা। অস্ট্রেলিয়ার দল ভিক্টোরিয়া ৪ ম্যাচের তিনটিতে জিতে আগেই ফাইনাল নিশ্চিত করেছে।

গ্লোবার সুপার লিগের ফাইনাল অনুষ্ঠিত হবে আগামীকাল বাংলাদেশ সময় ভোট পাঁচটায়। শিরোপা নির্ধারণী ম্যাচে রংপুর খেলবে অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়ার বিপক্ষে।

সময়ের আলো/আরআই




https://www.shomoyeralo.com/ad/1698385080Google-News-Update.jpg

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত


ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক গাজী আহমেদ উল্লাহ। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : +৮৮-০২-৯৬৩২৩৬৮-৭৪, ফ্যাক্স : +৮৮-০২-৯৬৩২৩৭৫ | ই-মেইল : shomoyeralo@gmail.com
close