ই-পেপার সোমবার ১৬ ডিসেম্বর ২০২৪
সোমবার ১৬ ডিসেম্বর ২০২৪
ই-পেপার

সোমবার ১৬ ডিসেম্বর ২০২৪

ঋণের জামিনদার না হওয়ায় দিনমজুরকে পিটিয়ে জখম
প্রকাশ: বৃহস্পতিবার, ৫ ডিসেম্বর, ২০২৪, ৮:৪২ পিএম  (ভিজিট : ২৭৬)
ঋণের জামিনদার না হওয়ায় সত্য রঞ্জন দাস (৬০) নামের এক দরিদ্র দিনমজুরকে বেধড়ক মারধর জখম করা হয়েছে। বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) দুপুর বেলায়  গোসল করে বাড়িতে যাওয়ার সময় হাজীগাও গ্রামের মুকুল দাস, ভবেশ দাস ও চন্দন দাস ওই দিনমজুরকে মারধর করেন। 

এদিকে, আজ (বৃহস্পতিবার) দুপুর সারে ৩টায় সিরাজদিখান উপজেলার কেয়াইন ইউনিয়নের হাজীগাও গ্রামে এ ঘটনায় নির্যাতনের শিকার ওই দিনমজুরের স্ত্রী কানন দাস সিরাজদিখান থানা পুলিশের কাছে লিখিত অভিযোগ করেছেন। পুলিশ অভিযোগ পাওয়ার সত্যতা স্বীকার করেছে। বর্তমানে ওই দিনমজুর সত্য রঞ্জন দাস সিরাজদিখান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। 

হাসপাতালের বিছানায় শুয়ে চিকিৎসাধীন অবস্থায় সত্য রঞ্জন দাস অভিযোগ করেন, হাজীগাও গ্রামের মৃত জীবন দাসের ছেলে মুকুল দাস ব্রাক ব্যাংক থেকে এক লক্ষ টাকা ঋণের জামিনদার হওয়ার জন্য আমাকে বললে আমি তাতে রাজী না হওয়ায় আজ দুপুরে আমি পুকুরে গোসল করে বাড়ি আসার পথে মুকুল দাস আমাকে গালিগালাজ শুরু করে। আমি গালি দিতে না বলতেই আমাকে জোর করে ওদের ঘরে নিয়ে ওরা তিন ভাই লোহার রড, কাঠের ডাসা দিয়ে আমার মাথায় আঘাত করে। আমি একজন দিনমজুর শুধু এক শতাংশ জায়গার একটি ঘর আছে আমার, আমি কীভাবে এক লাখ টাকার ঋণের জামিনদার হই। 

তিনি আরও বলেন, বেশ কিছুদিন মুকুল আমাকে ঋণের জামিনদার হওয়ার কথা বললেও আমি রাজী না হওয়ায় ক্ষিপ্ত হয়ে আজ আমাকে গালিগালাজ করে ওদের ঘরে নিয়ে দরজা-জানালা বন্ধ করে আমাকে বেধড়ক মারধর করেন। আমার চিৎকারে এলাকার লোকজন এসে আমাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। আমি ওদের বিচার চাই। 

এ বিষয়ে মুকুল দাস ও ভবেশ দাসের মোবাইল ফোনে বারবার চেষ্টা করলেও রিসিভ করেনি। 

সিরাজদিখান থানার অফিসার ইনর্চাজ খন্দকার হাফিজুর রহমান জানান, নির্যাতনের ঘটনায় একটি অভিযোগ পাওয়া গেছে। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হবে। নির্যাতনের সত্যতা পাওয়া গেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

সময়ের আলো/আরআই




https://www.shomoyeralo.com/ad/1698385080Google-News-Update.jpg

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত


ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক গাজী আহমেদ উল্লাহ। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : +৮৮-০২-৯৬৩২৩৬৮-৭৪, ফ্যাক্স : +৮৮-০২-৯৬৩২৩৭৫ | ই-মেইল : shomoyeralo@gmail.com
close