প্রকাশ: বৃহস্পতিবার, ৫ ডিসেম্বর, ২০২৪, ৮:০৯ পিএম (ভিজিট : ২৩২)
বরিশালের কীর্তনখোলা-কালাবদর নদীর মোহনায় স্পিডবোট দুর্ঘটনায় ১ যাত্রী নিহত হয়েছে। এছাড়াও আহত ১ জনকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) বিকেল ৪টার দিকে কীর্তনখোলা-কালাবদর নদীর মোহনায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তির নাম পরিচয় পাওয়া যায়নি। আহত ব্যক্তি বরগুনা সদরের বাসিন্দা ভোলার দৌলতখান থানার পুলিশ কনস্টেবল।
জানা গেছে, আজ (বৃহস্পতিবার) বিকালে একটি স্পিডবোট যাত্রী নিয়ে বরিশালের উদ্দেশ্যে আসছিলো। পথিমধ্যে একটি যন্ত্র চালিত নৌযানের সাথে সংঘর্ষ ঘটলে এই দুর্ঘটনা ঘটে। এই ঘটনায় কোনো নিখোঁজ আছে কিনা জানতে পারেনি নৌ পুলিশ।
বরিশাল নৌ পুলিশ ওসি সনাতন চন্দ্র সরকার জানান, এখন পর্যন্ত ১ জনের মৃত্যু হয়েছে। এঘটনায় নিখোঁজ চার যাত্রীর সন্ধান চালানো হচ্ছে।
তিনি জানান, নৌ-পুলিশসহ উদ্ধারকারী অন্যান্য সংস্থা ঘটনাস্থলে রয়েছে। উদ্ধারের পাশাপাশি সেই ট্রলারটিকে শনাক্ত করার চেষ্টা করছি আমরা।
সময়ের আলো/আরআই