ই-পেপার সোমবার ১৬ ডিসেম্বর ২০২৪
সোমবার ১৬ ডিসেম্বর ২০২৪
ই-পেপার

সোমবার ১৬ ডিসেম্বর ২০২৪

সন্ত্রাসী সহ ইস্কন বন্ধের দাবিতে হাতিয়ায় ইসলামী আন্দোলনের গণ জমায়েত
প্রকাশ: বৃহস্পতিবার, ৫ ডিসেম্বর, ২০২৪, ৯:৩৩ এএম  (ভিজিট : ১৪০)
সরকার পতন পরবর্তী সময়ে বিভিন্ন এলাকায় দখলদারি সন্ত্রাসী  চাঁদাবাজি ও লুটতরাজের বিরুদ্ধে প্রতিবাদ ও পুলিশ ক্যাম্প পুনরায় সক্রিয় করণ সহ উগ্রবাদী সংগঠন ইস্কন বন্দের দাবিতে হাতিয়ায় গন জমায়েত করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ।

বুধবার (৪ ডিসেম্বর) বিকালে ইসলামী আন্দোলন বাংলাদেশ হরনী ইউনিয়ন শাখার উদ্যোগে পরিষদ মাঠে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসাবে ইসলামী আন্দোলন হাতিয়া উত্তর শাখার সভাপতি আবু যর গিফারী সুমন। বক্তব্য রাখেন উত্তর শাখার সহ- সভাপতি হাজী হারুনুর রশিদ, সাধারণ সম্পাদক মাওলানা ওমর ফারুখ, ইসলামী যুব আন্দোলন সভাপতি গোলাম মাওলা, সাধারণ সম্পাদক এম. আসাদুল্লাহ গালিব,  হাফেজ মইনুল ইসলাম মো: ইয়াসিন আরাফাত প্রমূখ।

প্রধান অতিথির বক্তব্যে আবু যর গিফারী সুমন বলেন, ইস্কন একটি উগ্রবাদী সংগঠন। ইতিমধ্যে এই সংগঠনের কর্মকাণ্ড সারা বিশ্বে সমালোচিত হয়েছে। আমরা এই সংগঠনের কার্যক্রম বন্দের দাবি জানাচ্ছি।

তিনি আরো বলেন, ৫ আগস্টের পর সারা দেশ স্বাধীন হলেও হাতিয়ার হরণী ইউনিয়ন স্বাধীন হয়নি। এই ইউনিয়নের পশ্চিম পাশে সন্ত্রাসীরা রাজত্ব করছে। তারা আওয়ামীলীগ সময়ে আওয়ামীলীগের হয়ে কাজ করতো, এখন তারা বিএনপি নেতা কর্মীদের সমর্থন নিয়ে এসব অপকর্ম চালিয়ে যাচ্ছে। ইতিমধ্যে তারা অনেকের ব্যবসা প্রতিষ্ঠান, মাছ ঘাট দখল করেছে। এক সময় এই ইউনিয়নরে টাংকি বাজার ও মাইন উদ্দিন বাজারে দুটি পুলিশ ফাঁড়ি ছিল। এখন এই দুটি পুলিশ ফাঁড়ির কার্যক্রম বন্ধ রয়েছে। এতে সন্ত্রাসীরা সহজে তাদের অপকর্ম চালিয়ে যাচ্ছেন। আমরা এই দুটি পুলিশ ফাঁড়ির কার্যক্রম  চালু করার দাবী জানাচ্ছি।

গণ জমায়েতকে কেন্দ্র করে হরণী ইউনিয়ন পরিষদ মাঠে বিশাল প্যান্ডেল তৈরি করা হয়। ইউনিয়নের বিভিন্ন অঞ্চল থেকে দুপুরের পর থেকে লোকজন এসে উপস্থিত হন। বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত চলে এ গণ জমায়েত।


সময়ের আলো/এএ/




https://www.shomoyeralo.com/ad/1698385080Google-News-Update.jpg

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত


ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক গাজী আহমেদ উল্লাহ। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : +৮৮-০২-৯৬৩২৩৬৮-৭৪, ফ্যাক্স : +৮৮-০২-৯৬৩২৩৭৫ | ই-মেইল : shomoyeralo@gmail.com
close