প্রকাশ: বুধবার, ৪ ডিসেম্বর, ২০২৪, ১০:০৭ পিএম (ভিজিট : ২০২)
ঝিনাইদহ সদর উপজেলার ভেন্নাতলা মথুরাপুর এলাকায় বাসের ধাক্কায় জুয়েল হোসেন (২২) নামে একজন নিহত ও নাজিম হোসেন নামে আরেকজন আহত হয়েছেন।
বুধবার (৪ ডিসেম্বর) সন্ধ্যায় ঝিনাইদহ-চুয়াডাঙ্গা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত জুয়েল সদর উপজেলার মথুরাপুর গ্রামের ইউসুফ আলীর ছেলে এবং আহত নাজিম উপজেলার ভুটিয়ারগাতি গ্রামের বাসিন্দা।
ঝিনাইদহ সদর থানার ওসি আব্দুল্লাহ আল-মামুন জানান, মোটরসাইকেল করে ঝিনাইদহ শহর থেকে জুয়েল ও তার বন্ধু নাজিম বাড়ি ফিরছিলেন। পথে ভেন্নাতলা মথুরাপুর এলাকায় এলে পেছন থেকে আসা সিডি ডিলাক্স নামে একটি বাস তাদের মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে জুয়েল ও নাজিম রাস্তায় ছিটকে পড়ে গুরুতর আহত হন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে তাদের উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে গেলে জুয়েলকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। আহত নাজিমকে হাসপাতালে ভর্তি রাখা হয়েছে। বাসটি আটক করেছে স্থানীয়রা।
সময়ের আলো/জেডআই