ই-পেপার শুক্রবার ২০ ডিসেম্বর ২০২৪
শুক্রবার ২০ ডিসেম্বর ২০২৪
ই-পেপার

শুক্রবার ২০ ডিসেম্বর ২০২৪

সিলেট সীমান্তে বাংলাদেশির মৃত্যু
প্রকাশ: বুধবার, ৪ ডিসেম্বর, ২০২৪, ৮:৪৩ পিএম  (ভিজিট : ২৩২)
সীমান্তের ওপার থেকে কাঠ আনতে গিয়ে ভারতের পাহাড় থেকে পড়ে সিলেটের কোম্পানীগঞ্জের এক বৃদ্ধ মারা গেছেন। বুধবার (৪ ডিসেম্বর) সকাল ৯টার দিকে সীমান্তের ওপার তার দেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। মৃত বৃদ্ধের নাম আশরাফ উদ্দিন (৬৫)। তিনি কোম্পানীগঞ্জের কালাইরাগ সীমান্ত এলাকার ভাটরাই গ্রামের মৃত শামসুদ্দিনের ছেলে।

আশরাফ প্রায়ই সীমান্তের ওপারে গিয়ে কাঠ কেটে নিয়ে আসেন। মঙ্গলবার সকালেও তিনি কাঠ আনতে ওপারে যান, কিন্তু সন্ধ্যা পেরিয়ে রাতেও আর বাড়ি ফিরেননি। বুধবার সকাল ৯টার দিকে স্থানীয়রা কালাইরাগ সীমান্তের ১২১৫ নং পিলারের (ভারতের) অভ্যন্তরে আশরাফের নিথর দেহ পড়ে থাকতে দেখে তার পরিবারের সদস্যদের খবর দেন। লাশের পাশে কাঠের বোঝা পড়েছিলো।

পরে খবর পেয়ে বিজিবি ও পুলিশ ঘটনাস্থলে যায়। শেষ খবর পাওয়া পর্যন্ত লাশ ওই স্থানেই পড়েছিলো। বিজিবি-বিএসএফ পতাকা বৈঠকের মাধ্যমে লাশটি হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

সময়ের আলো/জেডআই




https://www.shomoyeralo.com/ad/1698385080Google-News-Update.jpg

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত


ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক গাজী আহমেদ উল্লাহ। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : +৮৮-০২-৯৬৩২৩৬৮-৭৪, ফ্যাক্স : +৮৮-০২-৯৬৩২৩৭৫ | ই-মেইল : shomoyeralo@gmail.com
close