প্রকাশ: বুধবার, ৪ ডিসেম্বর, ২০২৪, ৮:২২ পিএম (ভিজিট : ১৪৪)
অবৈধ পথে বাংলাদেশে প্রবেশ করে আড়াই বছর ভারতে ফিরে গেছেন সে দেশের নাগরিক শাহীনা। বুধবার (৪ ডিসেম্বর) দুপুরের পর ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে দু’দেশের সীমান্তরক্ষী বাহিনী ও পুলিশের উপস্থিতিতে তাকে ফিরিয়ে দেওয়া হয়।
স্থলবন্দরের একাধিক সূত্র জানায়, ভারতের ত্রিপুরা রাজ্যে সিপাহিজলা জেলার সোনামুড়া থানার দমদমা গ্রামের আব্দুল হাসেমের মেয়ে শাহীনা আক্তার (১৫) ২০২২ সালের ২৪ জুন অবৈধ পথে বাংলাদেশে প্রবেশ করে। বাংলাদেশ পুলিশের হাতে ধরা পড়ার পর তাকে জেলে প্রেরণ হয়। প্রায় আড়াই বছর গাজীপুর শিশু পুনর্বাসনে থাকার পর বিভিন্ন প্রক্রিয়া শেষে তাকে ভারতে পাঠানো হয়।
নথিপত্র ঘেঁটে দেখা যায়, শাহীনা সীমান্তে ঘুরতে ঘুরতে বাংলাদেশে প্রবেশ করে। ২০২২ সালের ২৪ জুন তাকে নারায়ণগঞ্জের সোনারগাঁও এলাকায় পাওয়া যায়। পুলিশ তাকে আটক করে আদালতে পাঠায়। নারায়ণগঞ্জের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এর আমলী আদালত-৭ এক আদেশে ওই ভারতীয় শিশুকে গাজীপুরের শিশু পুনর্বাসন কেন্দ্রে পাঠানোর নির্দেশ দেন।
সময়ের আলো/জেডআই