ই-পেপার সোমবার ১৬ ডিসেম্বর ২০২৪
সোমবার ১৬ ডিসেম্বর ২০২৪
ই-পেপার

সোমবার ১৬ ডিসেম্বর ২০২৪

টিকটক বানাতে গিয়ে দুর্ঘটনায় কলেজছাত্রের মৃত্যু
প্রকাশ: মঙ্গলবার, ৩ ডিসেম্বর, ২০২৪, ৯:২২ পিএম  (ভিজিট : ৪৮০)
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে টিকটক করতে গিয়ে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ব্রিজের এপ্রোচে ধাক্কা লেগে রাফি আহমেদ (১৭) নামের এক কলেজছাত্র নিহত হয়েছে। মঙ্গলবার (৩ ডিসেম্বর) দুপুরে নবীনগর-রাধিকা সড়কের নারুই (ব্রাহ্মণহাতা) গ্রামের পূর্ব পাশে বিলের ব্রিজের এপ্রোচে এই দুর্ঘটনা ঘটে।

নিহত রাফি উপজেলার পৌর এলাকার আলমনগর গ্রামের দক্ষিণ পাড়ার সামসু মিয়ার ছেলে। দুই ভাই, দুই বোনের মধ্যে রাফি সবার ছোট। সে নবীনগর সরকারি কলেজের প্রথম বর্ষের শিক্ষার্থী ছিল।

স্থানীয় সূত্রে জানা যায়, আজ (মঙ্গলবার) দুপুরে কলেজ থেকে ফিরে বন্ধুদের সাথে নিয়ে টিকটক করতে নবীনগর-রাধিকা সড়কে গেলে এই দুর্ঘটনা ঘটে। বন্ধুদের ধারণ করা ভিডিওতে দেখা যায়, মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ব্রিজের এপ্রোচে ধাক্কা লেগে গুরতর আহত হয় রাফি। এসময় তার বন্ধুরা তাকে উদ্ধার করে নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য কুমিল্লা মেডিকেল হাসপাতালে প্রেরণ করলে পথিমধ্যে সে মারা যায়।

নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুর রাজ্জাক সময়ের আলোকে জানান, নবীনগর-রাধিকা সড়কে মোটরসাইকেল দুর্ঘটনায় রাফি নামের এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।

সময়ের আলো/আরআই




https://www.shomoyeralo.com/ad/1698385080Google-News-Update.jpg

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত


ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক গাজী আহমেদ উল্লাহ। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : +৮৮-০২-৯৬৩২৩৬৮-৭৪, ফ্যাক্স : +৮৮-০২-৯৬৩২৩৭৫ | ই-মেইল : shomoyeralo@gmail.com
close