প্রকাশ: সোমবার, ২ ডিসেম্বর, ২০২৪, ৯:৪৫ এএম (ভিজিট : ৪২০)
নড়াইলের লোহাগড়ায় দিনে-দুপুরে একজন আর্মড পুলিশ ব্যাটালিয়ন কনস্টেবলকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। তাকে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
রোববার (১ ডিসেম্বর) দুপুর ২ টার দিকে উপজেলার কোটাকোল ইউনিয়নের ঘাঘা গ্রামের মধ্যপাড়ায় এ হামলার ঘটনা ঘটে। আহত পুলিশ সদস্য শাওন হোসেন (২৬) উপজেলার কোটাকোল ইউনিয়নের ঘাঘা গ্রামের মৃত. শওকত হোসেনের ছেলে। তিনি বরিশালে রেঞ্জে কর্মরত। তিনি ২৭ নভেম্বর ছুটিতে নিজ বাড়িতে আসেন।
এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, উপজেলার কোটাকোল ইউনিয়নের ঘাঘা গ্রামের পুলিশ কনস্টেবল দেলোয়ার ফকিরের সাথে একই গ্রামের মৃত শওকত হোসেনের ছেলে পুলিশ কনস্টেবল শাওন হোসেনের মধ্যে দীর্ঘদিন ধরে জমাজমি-ঘরবাড়ি নিয়ে বিরোধ চলে আসছিল। এর জের ধরে রোববার দুপুর ২টার দিকে একই গ্রামের মৃত আমির হোসেন ফকিরের ছেলে মফিজ ফকির, লায়ন ফকির, মেহেদী ফকির, আব্দুর রহমান, শাহানারা বেগম ও রুমা বেগম রাম দা, ছ্যান দা, লাঠিসোঠা নিয়ে অতর্কিতভাবে পুলিশ কনস্টেবল শাওন হোসেনের বাড়িতে হামলা চালায়। এ সময় দুর্বৃত্তরা পুলিশ কনস্টেবল শাওন হোসেনকে এলোপাতাড়ি ভাবে কুপিয়ে ও পিটিয়ে গুরুতর আহত করে। এলাকাবাসী আহত পুলিশ কনস্টেবল শাওনকে উদ্ধার করে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। এ সময় সাওনের সাথে থাকা অন্যান্যদেরও পিটিয়ে নীলা-ফোলা জখম করে।
এ বিষয়ে লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশিকুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, পুলিশ কনস্টেবলের ওপর হামলার ঘটনার আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
সময়ের আলো/এএ/