প্রকাশ: রবিবার, ১ ডিসেম্বর, ২০২৪, ৮:৩৫ পিএম (ভিজিট : ৯৮)
চাঁদপুরের মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে থাকা বৈদ্যুতিক খুঁটির সাথে ধাক্কায় সোহেল খান (২৫) নামে এক যুবক নিহত হয়েছে। এ ঘটনায় ইমরান খান নামে অপর মোটরসাইকেল আরোহী গুরুতর আহত হয়। এ ঘটনায় আহত ইমরানকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে প্রেরণ করা হয়েছে।
রোববার (১ ডিসেম্বর) বিকেলে শহরের টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের সামনে চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত সোহেল বালুথুবা পশ্চিম ইউনিয়নের শেখদী গ্রামের আনোয়ার খানের ছেলে। সে পেশায় একজন অটোরিকশা চালক। আহত ইমরান একই এলাকার মৃত লিটন খানের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, বিকেলে সোহেল ও ইমরান মোটরসাইকেল নিয়ে ঘুরতে বের হয়। এসময় চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক সড়কের টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের সামনে গেলে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে বৈদ্যুতিক খুঁটির সাথে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই সোহেল খান নিহত হয়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আহত ইমরানকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ করে।
চাঁদপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাহার মিয়া জানান, মোটরসাইকেল দুর্ঘটনার খবর পেয়ে আমরা চাঁদপুর সরকার হাসপাতালে পুলিশ পাঠিয়েছি। দুর্ঘটনায় সোহেল খান নামে এক যুবক নিহত হয়। আর গুরুতর আহত একজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। মরদেহ এখনো সরকারি হাসপাতালে রয়েছে। বিষয়টি তদন্ত করে পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
সময়ের আলো/আরআই