ই-পেপার বৃহস্পতিবার ২৬ ডিসেম্বর ২০২৪
বৃহস্পতিবার ২৬ ডিসেম্বর ২০২৪
ই-পেপার

বৃহস্পতিবার ২৬ ডিসেম্বর ২০২৪

বিয়ে নিয়ে আপাতত ভাবনা নেই: সাফা
প্রকাশ: রবিবার, ১ ডিসেম্বর, ২০২৪, ৭:৫৪ পিএম  (ভিজিট : ২৫০)
প্রেম ও বিয়ে নিয়ে অভিনেত্রী সাফা কবিরের মাতামাতি নেই। এবার ব্যক্তিগত সম্পর্ক নিয়ে খোলামেলা কথা বললেন এই অভিনেত্রী।

এক সাক্ষাৎকারে সাফা কবির বললেন, ‘পরিবার, বন্ধুদের নিয়ে খুব ভালো আছি। ভালোবাসা কিন্তু নানারূপে আসতে পারে। কখনো বন্ধুর রূপে আসতে পারে। কখনো পারিবারের ভালোবাসার মানুষ থাকতে পছন্দ করে। আমার পার্টনার হওয়ার মতো কেউ এখনো আসেনি। জীবনসঙ্গী যখন আসবে, তখন সবাই জানতে পারবেন।’

আমি প্রেমে আছি উল্লেখ করে সাফা বলেন, ‘আমার মনে হয়, আমি আমার কাজের প্রেমে আছি। কাজের ভালোবাসায় আছি। সব শিল্পী এ ধরনের কথাই বলেন। আমি মন থেকে বলতে চাই, আমি সত্যিই আমার পেশাকে খুব ভালোবাসি। এই পেশার প্রেমে আমি ডুবে আছি। অবশ্যই জীবনসঙ্গী থাকা মানুষের জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ। আমিও একদিন বিয়ে করব। করতে চাই।’

কবে বিয়ে করছেন এমন প্রশ্নের উত্তরে অভিনেত্রী জানান, বিয়ে নিয়ে আপাতত কোনো ভাবনা নেই তার। সাফার ভাষ্য, ‘সত্যিই আমি কিন্তু বিয়েতে এখন ফোকাসড নই। এ জন্য হয়তো আমার তাড়াহুড়োও নেই। আমার পরিবারের পক্ষ থেকেও এ নিয়ে কোনো চাপাচাপি নেই। ’

আগামী ভালোবাসা দিবস উপলক্ষে নির্মিত বেশ কিছু নাটকের শুটিংয়ের প্রস্তুতি নিচ্ছেন সাফা কবির। এরই মধ্যে দুটি নাটকের শুটিং শেষ করেছেন।

সময়ের আলো/এম 




https://www.shomoyeralo.com/ad/1698385080Google-News-Update.jpg

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত


ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক গাজী আহমেদ উল্লাহ। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : +৮৮-০২-৯৬৩২৩৬৮-৭৪, ফ্যাক্স : +৮৮-০২-৯৬৩২৩৭৫ | ই-মেইল : shomoyeralo@gmail.com
close