প্রকাশ: রবিবার, ১ ডিসেম্বর, ২০২৪, ৭:০৩ এএম (ভিজিট : ৩৭০)
বাবা হারালেন দক্ষিণি সিনেমার জনপ্রিয় অভিনেত্রী সামান্থা রুথ প্রভু। তার বাবার নাম জোসেফ প্রভু। বাবাকে হারিয়ে শোকস্তব্ধ অভিনেত্রী।
নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে বাবার মৃত্যুর সংবাদটি জানিয়ে অভিনেত্রী লিখেছেন, ‘যত দিন না আবার আমাদের দেখা হচ্ছে বাবা!’ চেন্নাইয়ে জোসেফ প্রভু ও নিনেট প্রভুর কোলে জন্ম নেন সামান্থা। অভিনেত্রীর জীবনকে প্রবলভাবে প্রভাবিত করেছেন তার বাবা। বিনোদন দুনিয়ায় নিজের ক্যারিয়ার তৈরি করেছেন মেয়ে। তার এই চড়াই-উতরাইয়ের সফরে ঢাল হয়ে দাঁড়িয়েছে পরিবার, সে কথা বারবার স্বীকার করেছেন সামান্থা। নাগা চৈতন্যের সঙ্গে সামান্থার বিচ্ছেদ যখন চর্চায় তখন এই ঘটনায় নিজের দুঃখ প্রকাশ করেছিলেন জোসেফ। সেই সঙ্গে সব মেনে জীবনে এগিয়ে চলার বার্তা দিয়েছিলেন তিনি।
জোসেফের মৃত্যুতে অভিনেত্রীর পাশে দাঁড়িয়েছেন তার ইন্ডাস্ট্রির সহকর্মীরা। আগামী ৪ ডিসেম্বর শোভিতা ধুলিপালার সঙ্গে সাত পাকে বাঁধা পড়বেন সামান্থার সাবেক স্বামী। এরই মাঝে সামান্থাকে একা করে চলে গেলেন তার বাবা, যা অভিনেত্রীর জন্য আরেকটি বড় আঘাত।
সময়ের আলো/আরএস/