ই-পেপার শনিবার ১৫ মার্চ ২০২৫
শনিবার ১৫ মার্চ ২০২৫
ই-পেপার

শনিবার ১৫ মার্চ ২০২৫

গাজীপুরে গ্যাসের চুলা বিস্ফোরণে বাবুর্চিসহ দগ্ধ ৩
প্রকাশ: শনিবার, ৩০ নভেম্বর, ২০২৪, ১০:০২ পিএম আপডেট: ৩০.১১.২০২৪ ১০:০৪ পিএম  (ভিজিট : ২৫৩)

গাজীপুরে একটি খাবার হোটেলে গ্যাসের চুলা বিস্ফোরণে বাবুর্চিসহ ৩ জন দগ্ধ হয়েছে। শুক্রবার (২৯ নভেম্বর) মহানগরীর বোর্ড বাজারে তৃপ্তি হোটেলের দ্বিতীয় তলায় রান্নাঘরে এই ঘটনা ঘটে। হোটেলটিতে প্রায়ই দুর্ঘটনা ঘটে বলে স্থানীয়দের অভিযোগ।

জানা গেছে, হোটেলের দ্বিতীয় তলায় রান্নাঘরে গ্যাসের চুলা লিক হয়ে চুলার চারপাশে আগুন ছড়িয়ে পড়ে। এসময় বাবুর্চি আলম আহমেদ (২৩), সহকারী বাবুর্চি মাহিদুল ও কথিত ছানির মা আহত হন। তাদেরকে উদ্ধার করে স্থানীয় তায়রুন্নেছা মেমোরিয়াল মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। গুরুতর আহত বাবুর্চি আলম আহমেদকে হাসপাতালে ভর্তি করা হয় এবং মাহিদুল ও ছানির মাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেয়া হয়। বাবুর্চি আলম আহমেদের উভয় পায়ের হাঁটুর নিচে পেছনের অংশ দগ্ধ হয়েছে। 

এদিকে আলো-বাতাস বিহীন বদ্ধ ভবনে হোটেলটির রান্নার কারণে দুর্ঘটনার আশঙ্কায় প্রতিবেশীরাও আতঙ্কে থাকেন বলে থানায় অভিযোগ করেছেন। হোটেলটিতে প্রায়ই দুর্ঘটনা ঘটে বলেও স্থানীয়দের অভিযোগ।

সরেজমিনে গিয়ে দেখা যায়, কোনো রকম নিয়মনীতি না মেনে অস্বাস্থ্যকর পরিবেশে ঝুঁকিপূর্ণ অবস্থায় তৃপ্তি হোটেলের খাবার রান্না করা হয়ে থাকে। এর আগেও এরকম আগুনে ঝলসে যাওয়ার ঘটনা ঘটেছে।

গাজীপুর মেট্রোপলিটন গাছা থানার ওসি আলী মোহাম্মদ রাশেদ জানান, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। গুরুতর দগ্ধ একজন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এঘটনায় অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

সময়ের আলো/আরআই






https://www.shomoyeralo.com/ad/1698385080Google-News-Update.jpg

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত


ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক গাজী আহমেদ উল্লাহ। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : +৮৮-০২-৯৬৩২৩৬৮-৭৪, ফ্যাক্স : +৮৮-০২-৯৬৩২৩৭৫ | ই-মেইল : shomoyeralo@gmail.com
close