ই-পেপার সোমবার ১৬ ডিসেম্বর ২০২৪
সোমবার ১৬ ডিসেম্বর ২০২৪
ই-পেপার

সোমবার ১৬ ডিসেম্বর ২০২৪

নাটোরে কম দামে নিত্যপণ্য মিলবে সমবায় বাজারে
প্রকাশ: শনিবার, ৩০ নভেম্বর, ২০২৪, ৮:০০ পিএম  (ভিজিট : ২৬৬)
নাটোর ন্যায্যমূল্য নিত্যপণ্য বিপণন কার্যক্রম পরিচালনার লক্ষ্যে জেলায় সমবায় বাজারের কার্যক্রম শুরু হয়েছে। শনিবার (৩০ নভেম্বর) সকাল ১০টার দিকে জেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স চত্বরে এ বাজারের উদ্বোধন করেন জেলা প্রশাসক আসমা শাহীন। 

এসময় নাটোরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মাসুদুর রহমান, নাটোর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আক্তার জাহান সাথী, সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কৃষ্ণ চন্দ্র, জেলা সমবায় অফিসার মোহাম্মদ হোসেন শহীদ প্রমুখ।

সমবায় বাজারে প্রতি কেজি গরুর মাংস ৬৩০ টাকা দরে বিক্রি হচ্ছে। লাল মুরগির ডিম প্রতি হালি ৪৫ টাকা এবং সাদা ৪৩ টাকা। এছাড়া মুরগি, মসলা, মধু, সবজিসহ বিভিন্ন নিত্যপণ্য বিক্রি করা হচ্ছে।

জেলা সমবায় অফিসার মোহাম্মদ হোসেন শহীদ জানান, বিভিন্ন সমবায় সমিতির সদস্যরা সরাসরি উৎপাদকের কাছ থেকে পণ্য সংগ্রহ করে এ বাজারে বিক্রি করছেন বলে পণ্যের মূল্য প্রচলিত বাজারের তুলনায় কম।

জেলা প্রশাসক আসমা শাহীন বলেন, ন্যায্য মূল্যে ক্রেতাদের পণ্য সরবরাহের লক্ষ্যে এ বাজার চালু করা হয়েছে। জেলা প্রশাসনের পৃষ্ঠপোষকতায় সমবায় বিভাগ এ বাজার চালু করেছে। প্রতিদিন বাজার চলবে।

সময়ের আলো/আরআই






https://www.shomoyeralo.com/ad/1698385080Google-News-Update.jpg

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত


ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক গাজী আহমেদ উল্লাহ। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : +৮৮-০২-৯৬৩২৩৬৮-৭৪, ফ্যাক্স : +৮৮-০২-৯৬৩২৩৭৫ | ই-মেইল : shomoyeralo@gmail.com
close