ই-পেপার সোমবার ১৬ ডিসেম্বর ২০২৪
সোমবার ১৬ ডিসেম্বর ২০২৪
ই-পেপার

সোমবার ১৬ ডিসেম্বর ২০২৪

জাবিতে ফিলিস্তিনের মানব পতাকা প্রদর্শন
প্রকাশ: শনিবার, ৩০ নভেম্বর, ২০২৪, ৯:১৫ এএম  (ভিজিট : ২৯০)
আন্তর্জাতিক প্যালেস্টাইন সংহতি দিবস উপলক্ষে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) ফিলিস্তিনের মানব পতাকা প্রদর্শন করা হয়েছে। 

শুক্রবার (২৯ নভেম্বর) বিকাল পাঁচটার দিকে বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার প্রাঙ্গণে 'বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন' জাবি শাখার ব্যানারে এই কর্মসূচি পালন করা হয়।

এর আগে একই স্থানে একটি সংক্ষিপ্ত সমাবেশ করেন তারা। সমাবেশে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা), উপ-উপাচার্য (প্রশাসন), প্রক্টরসহ বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।  

সমাবেশে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন জাবি শাখার অন্যতম সমন্বয়ক ও বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের শিক্ষার্থী তৌহিদ সিয়াম বলেন, "ফিলিস্তিনে যে হত্যাযজ্ঞ চলছে সেটির একটা ছাপ আমরা এই অঞ্চলেও দেখতে পাই। এই অঞ্চলে ভারতীয় আধিপত্যবাদ যেভাবে আমাদের উপর ঝেঁকে বসেছে আমরা সে আধিপত্যবাদ থেকে মুক্তি পেতে চাই। আমরা ফিলিস্তিনের সকল শিশু-যুবকের সাথে সুর মেলাতে চাই। ইজরায়েলের জায়নবাদ থেকে শুরু করে এই অঞ্চলে ভারতের আধিপত্যবাদ সবকিছু থেকে আমরা মুক্তি চাই। জুলাই অভ্যুত্থান থেকে শক্তি সঞ্চয় করে আমরা সকল আধিপত্যবাদকে রুখে দিতে চাই।"

বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক সোহেল আহমেদ বলেন, "জায়োনিজম হচ্ছে এক ধরণের জেনোসাইড। এই জেনোসাইডের হাত থেকে ফিলিস্তিনিদের রক্ষা করার জন্য আমাদেরকে, আরবদেরকে ঐক্যবদ্ধ হতে হবে। হামাস, হিজবুল্লাহ, হুতিরা ইজরায়েলের বিরুদ্ধে লড়ে যাচ্ছে। ইসলামিক রিপাবলিক অব ইরানও তাদের পাশে দাঁড়িয়েছে। একইভাবে আমরা চাই, সকল আরব দেশ ফিলিস্তিনের পাশে দাঁড়াবে।"


সময়ের আলো/এএ/




এই ক্যাটেগরির আরো সংবাদ


https://www.shomoyeralo.com/ad/1698385080Google-News-Update.jpg

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত


ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক গাজী আহমেদ উল্লাহ। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : +৮৮-০২-৯৬৩২৩৬৮-৭৪, ফ্যাক্স : +৮৮-০২-৯৬৩২৩৭৫ | ই-মেইল : shomoyeralo@gmail.com
close