চট্টগ্রামের ফটিকছড়িতে ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত দুই হতদরিদ্র পরিবারকে নতুন ঘর নির্মাণ করে দিয়েছে বেড়াজালী আলো আরো আলো ক্লাব। শুক্রবার (২৯ নভেম্বর) উপজেলার ভুজপুর ও পাইন্দং ইউনিয়নে ঘরগুলো আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয় পরিবারগুলোর মাঝে।
ঘর হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ক্লাবের উপদেষ্টা আনোয়ারুল আজিম, ইউপি সদস্য এমদাদুল ইসলাম, দিদারুল আলম চৌধুরী, নুরুদ্দিন চৌধুরী, ইঞ্জি: আহছানুল করিম মঞ্জু, ক্লাবের সভাপতি আফাজ উদ্দিন চৌধুরী, সেক্রেটারি তানজিন উদ্দিন, আনোয়ার হোসাইন, সাদ্দাম হোসেন, নুর করিম, মামুন, সুমন, আনাস, রাশেদ, সাকিব প্রমুখ।
সংগঠনের সভাপতি আফাজ উদ্দিন চৌধুরী জানান, সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্তদের জন্য সংগঠনের পুনর্বাসন প্রকল্পের আওতায় ঘরগুলো নির্মাণ করা হয়। ঘরগুলো চৌচালা এবং রঙিন টিনের বেড়া সম্বলিত। ২৪ ফুট দৈর্ঘ্য ২২ ফুট প্রস্থের এই ঘর ছোট পরিবারের জন্য বসবাস উপযোগী।
সংগঠনের সেক্রেটারি তানজিন উদ্দিন জানান, আলো আরো আলো ক্লাব প্রতিষ্ঠালগ্ন থেকে এলাকার দরিদ্রের সহায়তা, শিক্ষা সহায়তা, রক্ত দান, পরিষ্কার-পরিচ্ছন্নতা, বৃক্ষরোপণ অভিযানসহ বিভিন্ন জনহিতকর কার্যক্রম পরিচালনা করে আসছে।
নতুন ঘর পেয়ে আনন্দে আপ্লুত ছাবেদুল হক। তিনি ভুজপুর ইউনিয়নের পূর্ব ভুজপুর খালকুল নয়াপাড়া গ্রামের বাসিন্দা। শারীরিক প্রতিবন্ধী ও হতদরিদ্র ছাবেদুল হক বলেন, আগে আমার ঘরটি জরাজীর্ণ ছিল। বিগত বন্যায় এটি সম্পূর্ণ বিধ্বস্ত হয়ে যায়। এখন নতুন ঘর পেয়ে বসবাসের দুশ্চিন্তা কমে গেল। খাইতে না পারলেও অন্তত নিজের দুই সন্তান নিয়ে ঘরে শান্তিতে ঘুমাতে পারব।
একইভাবে আনন্দিত সন্তানহীন কৈশব ভট্টাচার্য। তিনি পাইন্দং ইউনিয়নের ৩ নং ওয়ার্ড ব্রাহ্মণবাড়ির বাসিন্দা। তিনি বলেন, বন্যায় আমাদের বসতঘরটি ভেঙ্গে যায়। এখন নতুন ঘর পেয়ে আমরা আনন্দিত।
সময়ের আলো/জেডআই