ই-পেপার শুক্রবার ২৭ ডিসেম্বর ২০২৪
শুক্রবার ২৭ ডিসেম্বর ২০২৪
ই-পেপার

শুক্রবার ২৭ ডিসেম্বর ২০২৪

মোহাম্মদপুর জেনেভা ক্যাম্পে যৌথ অভিযানে গ্রেফতার ১২
প্রকাশ: শুক্রবার, ২৯ নভেম্বর, ২০২৪, ৬:৫০ পিএম  (ভিজিট : ২২০)
রাজধানীর মোহাম্মদপুরে জেনেভা ক্যাম্পে যৌথবাহিনীর অভিযানে শীর্ষ মাদক কারবারি চুয়া সেলিমের ঘনিষ্ঠ সহযোগী মাহবুব ও বোবা বিরিয়ানির ইরফানসহ ১২ জন মাদক কারবারিকে অস্ত্রসহ গ্রেফতার করা হয়েছে। 

শুক্রবার (২৯ নভেম্বর) ভোররাতে জেনেভা ক্যাম্পে যৌথ অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়।

শুক্রবার সন্ধ্যায় আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) এ তথ্য নিশ্চিত করেছে। 

আইএসপিআর জানায়, বাংলাদেশ সেনাবাহিনীর ৪৬ স্বতন্ত্র পদাতিক ব্রিগেডের একটি টহল দল গোপন সংবাদের ভিত্তিতে জেনেভা ক্যাম্পে অভিযান পরিচালনা করে শীর্ষ মাদক কারবারি চুয়া সেলিমের ঘনিষ্ঠ সহযোগী মাহবুব এবং ইরফানসহ ১২ জনকে অস্ত্রসহ গ্রেফতার করেছে। অভিযানে যৌথবাহিনী গ্রেফতারকৃতদের কাছ থেকে ১টি রিভলভার, ৮ রাউন্ড এ্যামুনেশন, ৫টি চাপাতি এবং ৭টি ধারালো দেশীয় অস্ত্র উদ্ধার করেছে।

উদ্ধার অস্ত্র ও এ্যামুনেশনসহ গ্রেফতারকৃতদের মোহাম্মদপুর থানায় হস্তান্তর করা হয়েছে। এছাড়া আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বাংলাদেশ সেনাবাহিনীর নেতৃত্বে যৌথ বাহিনীর অভিযান অব্যাহত থাকবে বলেও জানায় আইএসপিআর।

এদিকে মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী ইফতেখার হাসান বলেন, মোহাম্মদপুরে জেনেভা ক্যাম্পের মাদক কারবারি ও সন্ত্রাসী কার্যক্রম নির্মূলে শুক্রবার ভোররাতে পুলিশ ও সেনাবাহিনীর এক যৌথ অভিযানে ১২ জনকে গ্রেফতার করা হয়েছে। এর মধ্যে বোবা বিরিয়ানির আলতাফের ছেলে ইরফানেরসহ কয়েকজনের বিরুদ্ধে মামলা রয়েছে।

পুলিশ ও জেনেভা ক্যাম্প সূত্র জানান, দুই মাস ধরে জেনেভা ক্যাম্পে সেনাবাহিনীর যৌথ অভিযানে কিছুটা স্বস্তি ফিরেছে। এরই মধ্যে ক্যাম্পের অন্যতম মাদক কারবারি ও শীর্ষ সন্ত্রাসী বুনিয়া সোহেলকে গ্রেফতার করা হয়েছে। এ পর্যন্ত ক্যাম্পে বিভিন্ন সময় অভিযান চালিয়ে শতাধিক মাদক কারবারি ও সন্ত্রাসীকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

সময়ের আলো/এম 




https://www.shomoyeralo.com/ad/1698385080Google-News-Update.jpg

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত


ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক গাজী আহমেদ উল্লাহ। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : +৮৮-০২-৯৬৩২৩৬৮-৭৪, ফ্যাক্স : +৮৮-০২-৯৬৩২৩৭৫ | ই-মেইল : shomoyeralo@gmail.com
close