প্রকাশ: বৃহস্পতিবার, ২৮ নভেম্বর, ২০২৪, ৭:৩৯ পিএম (ভিজিট : ১২৬)
হাতিয়ায় বন্দোবস্ত পাওয়া ভূমি পরিমাপ করার সময় সন্ত্রাসীদের হামলায় ১০ ভূমিহীন আহত হয়। এই ঘটনার প্রতিবাদে বৃহস্পতিবার (২৮ নভেম্বর) দুপুরে উপজেলা সদরে বিক্ষোভ করেছে ভূমিহীনরা। পরে তারা উপজেলা পরিষদ ভবনের প্রধান ফটকের সামনে অবস্থান নেয়।
বৃহস্পতিবার সকালে আহত রহিম ভেন্ডার নামে এক ভূমিহীন কৃষক ১৯ জনের নাম উল্লেখ করে হাতিয়া সিনিয়র সহকারী ম্যাজিস্ট্রেট আদালতে একটি মামলা দায়ের করেন। বিচারক মামলাটি আমলে নিয়ে হাতিয়া থানাকে তন্দন্ত করে ব্যবস্থা নেওয়ার আদেশ দেন।
এর আগে বুধবার সকালে উপজেলার জাহাজমারা নিমতলীতে ভূমিহীনদের নামে বন্দোবস্ত পাওয়া ভূমি পরিমাপ করে বুঝে নেওয়ার সময় এই হামলার ঘটনা ঘটে। এতে আহত হয় সাখাওয়াত হাসেন, আফছার, ওছমান গনি, আরমান, রহিম ভেন্ডার, জিল্লুর রহমান, রাকিব, আনোয়ার, করিম ও আলা উদ্দিন। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
এদিকে বিক্ষোভ সমাবেশকে কেন্দ্র করে সকাল থেকে কয়েকশত ভূমিহীন নারী পুরুষ উপজেলা সদরে একত্রিত হয়। তারা ভূমিহীনদের উপর হামলার ঘটনায় অভিযুক্তদের আইনের আওতায় এনে শাস্তি দেওয়ার দাবি জানান।
গত কয়েকবছর আগে হাতিয়ার চার পাশে জেগে উঠা অসংখ্য চর সরকারি ভাবে সাধারণ ভূমিহীনদের বন্দোবস্ত দেওয়া হয়। কিন্তু সরকারিভাবে বন্দোবস্ত দেওয়া এসব ভূমি ভূমিহীনদের বুঝিয়ে দেওয়া হয়নি। ৫ আগস্ট হাসিনা সরকার পতনের পর মানুষের দাবির প্রেক্ষিতে প্রশাসনের সম্মতিতে স্থানীয় ভাবে এসব ভূমি মানুষজনকে বুঝিয়ে দেওয়ার উদ্যোগ গ্রহন করা হয়। এতে ক্ষিপ্ত হয়ে একটি পক্ষ তাতে বাধা গ্রস্থ করছে।
সময়ের আলো/জেডআই