প্রকাশ: বুধবার, ২৭ নভেম্বর, ২০২৪, ১০:৫৭ পিএম (ভিজিট : ১৬২)
চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দর দিয়ে আবারও পেঁয়াজ আমদানি শুরু হয়েছে। বুধবার (২৭ নভেম্বর) দুপুরে ভারতীয় পেঁয়াজ ও আলু বন্দরে প্রবেশ করে।
সোনামসজিদ স্থলবন্দর পরিচালনাকারী প্রতিষ্ঠান পানামা পোর্ট লিংক লিমিটেডের অপারেশন ম্যানেজার কামাল খান বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, আজ (বুধবার) দুপুর ২টা থেকে বেলা ৩টা পর্যন্ত এক ঘণ্টায় রেকর্ড ৫১ ট্রাক ভারতীয় পেঁয়াজ এবং ৯ ট্রাক আলু বন্দরে প্রবেশ করেছে। মূলত রপ্তানিকারক ও আমদানিকারকদের আন্তরিকতার মাধ্যমেই কোন পণ্য কী পরিমাণ বাংলাদেশে ঢুকবে তা নির্ধারণ হয়ে থাকে। ধারণা করা হচ্ছে, এ কারণেই বেলা ২টা থেকে যেসব পণ্যবাহী ট্রাক বন্দরে প্রবেশ করছে তার ৯০ ভাগই পেঁয়াজের ট্রাক, ৫ ভাগ আলুর এবং অন্যান্য পণ্যের ৫ ভাগ ট্রাক।
ব্যবসায়ীরা জানান, সারাদিনে ১০৯ ট্রাক আলু এবং ৯৪ ট্রাক পেঁয়াজ আমদানি হওয়ার কথা রয়েছে।
শুভ এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী ইসমাইল হোসেন বলেন, চিন্ময় দাসকে গ্রেফতারের পর থেকেই অন্যান্য বন্দরের ন্যায় সোনামসজিদ বন্দরে এর প্রভাব পড়তে আরম্ভ করে। গতকাল (মঙ্গলবার) সকাল থেকে সোনামসজিদ স্থলবন্দর দিয়ে পেঁয়াজ ও আলু ভর্তি কোনো ট্রাক প্রবেশ করেনি। তবে আজ (বুধবার) দুপুর থেকে আগের এলসি করা পেঁয়াজগুলো দিচ্ছে ভারতীয় ব্যবসায়ীরা।
প্রসঙ্গত, গত সোমবার বিকেলে ভারতে উৎপাদিত আলু ও পেঁয়াজ অন্য দেশে সরবরাহ করবে না বলে রপ্তানিতে স্লট বুকিং বন্ধ করে দেয় পশ্চিমবঙ্গ রাজ্য সরকার। এতে চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দর দিয়ে ভারত থেকে আলু ও পেঁয়াজ আমদানি বন্ধ হয়ে যায়। ফলে এই এলাকায় বৃদ্ধি পায় আলু ও পেঁয়াজের দাম।
সময়ের আলো/আরআই