ই-পেপার মঙ্গলবার ৪ ফেব্রুয়ারি ২০২৫
মঙ্গলবার ৪ ফেব্রুয়ারি ২০২৫
ই-পেপার

মঙ্গলবার ৪ ফেব্রুয়ারি ২০২৫

সাইফুল হত্যার প্রতিবাদে জবিতে গায়েবানা জানাজা শেষে বিক্ষোভ
প্রকাশ: বুধবার, ২৭ নভেম্বর, ২০২৪, ৩:২৭ পিএম  (ভিজিট : ৩৩০)
চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলাম আলিফের হত্যার প্রতিবাদে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) গায়েবানা জানাজা শেষে হত্যাকাণ্ডের বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে শিক্ষার্থীরা। এ সময় তারা ইসকনকে সন্ত্রাসী সংগঠন আখ্যা দিয়ে নিষিদ্ধের দাবি জানান।

 বুধবার (২৭ নভেম্বর) বাদ জোহর জবির কেন্দ্রীয় মসজিদের সামনে গায়েবানা জানাজা পড়েন তারা। জানাজ শেষে বিক্ষোভ মিছিল বের করে শিক্ষার্থীরা। মিছিলটি পুরো ক্যাম্পাস প্রদক্ষিণ করে ভাস্কর্য চত্বরে এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। 

এসময় বক্তারা বলেন, আদিকাল থেকে বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। এখানে সব ধর্মের মানুষ সম্প্রীতির বন্ধনে আবদ্ধ হয়ে বসবাস করে। কিন্তু ভারত সরকার সন্ত্রাসী সংগঠন ইসকনকে ব্যবহার করে এদেশে সাম্প্রদায়িক দাঙ্গা বাঁধানোর পাঁয়তারা করছে। এসময় তারা অনতিবিলম্ব ইসকনকে সন্ত্রাসী সংগঠন হিসেবে তালিকাভুক্ত করে নিষিদ্ধের দাবি জানান।

ইসলামিক স্টাডিজ বিভাগের ১৪ ব্যাচের শিক্ষার্থী আরিফুল ইসলাম বলেন, বাংলার জমিনে হিন্দু মুসলিম লোকেরা সাম্প্রদায়িক সস্প্রীতি বজায় রেখে বসবাস করছে। কিছু স্বৈরাচারের দোসরা সাইফুল ভাইকে হত্যার মাধ্যমে সম্প্রদায়িক দাঙ্গা লাগানোর চেষ্টা করছে। কিন্তু আমরা সচেতন আছি৷ তারা কোনভাবে সেটা পারবে না।

জাস্টিস ফর জুলাই জবির মুখপাত্র মঈন আল মুবাশ্বির বলেন, আমরা সাইফুল ভাইয়ের শাহাদাতের তীব্র নিন্দা জানাই এবং সরকারের কাছে দ্রুত বিচারের দাবি জানাই‌।

ইসলামিক স্টাডিজ বিভাগের ১৭ ব্যাচের শিক্ষার্থী আশিকুর রহমান বলেন, দিল্লি থেকে নানাভাবে উস্কানি দিয়ে যাচ্ছে। আমরা উস্কানিতে পা দিব না।

পদার্থ বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী মাসুদ রানা বলেন, ৫ আগষ্টের পর ফ্যাসিস্টরা নানাভাবে ফিরে আসার চেষ্টা করছে। যুগের পর যুগ এই দেশের মানুষ সম্প্রদায়িক সম্প্রতি বজায় রেখে বসবাস করে আসছে। এখানে ষড়যন্ত্র করে লাভ নেই। আমরা এই ষড়যন্ত্র রুখে দিতে প্রস্তুত। আমরা আইনজীবী সাইফুল ভাইয়ের মৃত্যুর সাথে জড়িতদের অতিসত্বর ফাঁসির মঞ্চে দেখতে চাই।

সময়ের আলো/এম 




এই ক্যাটেগরির আরো সংবাদ


https://www.shomoyeralo.com/ad/1698385080Google-News-Update.jpg

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত


ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক গাজী আহমেদ উল্লাহ। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : +৮৮-০২-৯৬৩২৩৬৮-৭৪, ফ্যাক্স : +৮৮-০২-৯৬৩২৩৭৫ | ই-মেইল : shomoyeralo@gmail.com
close