ই-পেপার বৃহস্পতিবার ২৬ ডিসেম্বর ২০২৪
বৃহস্পতিবার ২৬ ডিসেম্বর ২০২৪
ই-পেপার

বৃহস্পতিবার ২৬ ডিসেম্বর ২০২৪

উইন্ডোজের নতুন সংস্করণ স্থগিত
প্রকাশ: মঙ্গলবার, ২৬ নভেম্বর, ২০২৪, ২:০৪ এএম  (ভিজিট : ৩৪৬)
উইন্ডোজ ১১ অপারেটিং সিস্টেমের হালনাগাদ সংস্করণ ‘২৪এইচ২’ উন্মুক্ত করার পর হঠাৎই স্থগিত করেছে মাইক্রোসফট। 

ফলে উইন্ডোজ ১১ অপারেটিং সিস্টেমে চলা কোনো কম্পিউটার ও ল্যাপটপে হালনাগাদ সংস্করণটি নামানো যাচ্ছে না। ব্যবহারকারীদের উইন্ডোজ ১১-এর ২৪এইচ২ হালনাগাদ ইনস্টল না করার পরামর্শও দিয়েছে মাইক্রোসফট। খবর দ্য ভার্জের।

মাইক্রোসফট জানিয়েছে, হালনাগাদ সংস্করণটি নামালেই ইউবিসফটের তৈরি অ্যাসাসিনস ক্রিড ভ্যালহালা, অ্যাসাসিনস ক্রিড অরিজিন্স, অ্যাসাসিনস ক্রিড ওডিসি, স্টার ওয়ার্স আউটলস এবং আভাতার : ফ্রন্টিয়ার্স অব পানডোরা গেম ক্র্যাশ করছে। 

গেম ক্র্যাশ হওয়ার সমস্যা সমাধানের জন্যই নতুন হালনাগাদটি সাময়িক সময়ের জন্য স্থগিত করা হয়েছে।

মাইক্রোসফট জানিয়েছে, উইন্ডোজ ১১-এর ২৪এইচ২ সংস্করণ ইনস্টল করার পর বিভিন্ন গেম চালু বা খেলার সময় কম্পিউটারের পর্দা কালো হয়ে যেতে পারে অথবা গেম হঠাৎ অকার্যকর হয়ে যেতে পারে। 
এ সমস্যা সমাধানে ইউবিসফট ইতিমধ্যে একটি অস্থায়ী হটফিক্স প্রকাশ করেছে। তবে গেম পারফরম্যান্স নিয়ে তারপরও কিছু সমস্যা থাকতে পারে। সমস্যা সমাধানে ইউবিসফটের সঙ্গে মাইক্রোসফট যৌথভাবে কাজ করছে।

সময়ের আলো/আরএস/ 





https://www.shomoyeralo.com/ad/1698385080Google-News-Update.jpg

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত


ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক গাজী আহমেদ উল্লাহ। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : +৮৮-০২-৯৬৩২৩৬৮-৭৪, ফ্যাক্স : +৮৮-০২-৯৬৩২৩৭৫ | ই-মেইল : shomoyeralo@gmail.com
close