ই-পেপার মঙ্গলবার ১৮ মার্চ ২০২৫
মঙ্গলবার ১৮ মার্চ ২০২৫
ই-পেপার

মঙ্গলবার ১৮ মার্চ ২০২৫

দিনাজপুরে ৭ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক
প্রকাশ: সোমবার, ২৫ নভেম্বর, ২০২৪, ১০:৫৬ পিএম  (ভিজিট : ৫৪০)

দিনাজপুরে ৭ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী মনু মিয়াকে (৪৭) আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। সোমবার (২৫ নভেম্বর) বিরামপুর উপজেলায় মাদক বিরোধী অভিযানে গাঁজাসহ মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। 

আটক মাদক ব্যবসায়ী মনু মিয়া বিরামপুর উপজেলার ৪নং দিওড় ইউনিয়নের ৪নং ওয়ার্ডের ধানঘরা গ্রামের মো. মকবুল হোসেনের ছেলে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, আজ (সোমবার) সকালে গোপন সংবাদের ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর দিনাজপুর জেলা কার্যালয়ের উপ-পরিদর্শক হাসিবুল হাসান এর নেতৃত্বে একটি টিম অভিযান চালিয়ে জেলার বিরামপুর উপজেলার ৪নং দিওড় ইউনিয়নের ৪নং ওয়ার্ডের ধানঘরা গ্রামের মো. মকবুল হোসেনের ছেলে মাদক ব্যবসায়ী মনু মিয়ার বাসায় ঘণ্টাব্যাপী তল্লাশি চালিয়ে ৭ কেজি গাঁজা উদ্ধার করা হয়। 

এ ব্যাপারে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর দিনাজপুর জেলা কার্যালয়ের উপ-পরিদর্শক হাসিবুল হাসান বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে বিরামপুর থানায় একটি মামলা দায়ের করেছেন। 

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর দিনাজপুর জেলা কার্যালয়ের উপ-পরিচালক মোহাম্মদ শহিদুল মান্নাফ কবীর জানান, গোপন সংবাদের মাধ্যমে খবর পেয়ে জেলা কার্যালয় থেকে উপ-পরিদর্শক হাসিবুল হাসানের নেতৃত্বে একটি টিম বিরামপুরে মাদক বিরোধী অভিযানে গিয়ে মনু মিয়ার বসতবাড়ি থেকে ৭ কেজি গাঁজাসহ তাকে আটক করে। মনু মিয়া দীর্ঘদিন থেকে মাদক ব্যবসার সাথে জড়িত এবং এলাকার চিহ্নিত একজন মাদক কারবারি ছিল। আমাদের মাদক বিরোধী অভিযান অব্যাহত থাকবে। 

সময়ের আলো/আরআই






https://www.shomoyeralo.com/ad/1698385080Google-News-Update.jpg

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত


ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক গাজী আহমেদ উল্লাহ। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : +৮৮-০২-৯৬৩২৩৬৮-৭৪, ফ্যাক্স : +৮৮-০২-৯৬৩২৩৭৫ | ই-মেইল : shomoyeralo@gmail.com
close