প্রকাশ: সোমবার, ২৫ নভেম্বর, ২০২৪, ১০:৪৮ পিএম আপডেট: ২৫.১১.২০২৪ ১০:৫১ পিএম (ভিজিট : ২৭৫)
চট্টগ্রাম বন্দরে মিথ্যা ঘোষণায় আমদানি করা একটি নিশান সাফারি গাড়ি জব্দ করেছে শুল্ক ও গোয়েন্দা অধিদপ্তর। সোমবার (২৫ নভেম্বর) রাতে সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে গাড়ি জব্দের তথ্য জানানো হয়।
এর আগে, আজ (সোমবার) বিকেলে নগরীর পশ্চিম খুলশির এক নম্বর রোডের হাছান টাওয়ার-১ এ অভিযান চালিয়ে গাড়িটি জব্দ করে শুল্ক ও গোয়েন্দা অধিদপ্তর।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গাড়ি জব্দের সময় বর্তমান মালিকের প্রতিনিধি মোহাম্মদ পারভেজ উদ্দিনকে গাড়িটির আমদানি সংক্রান্ত ডকুমেন্ট উপস্থাপন করতে বলা হয়। তিনি তা দেখাতে ব্যর্থ হন। তিনি একটি হলফনামা দেখান যাতে লেখা মো. ওসমান গনি মেঘনা সিডস ক্রাসিং লিমিটেড থেকে গাড়িটি কিনেছেন। দেড় কোটি টাকায় গাড়িটি কেনা হয়।
হলফনামায় উল্লেখ আছে, তিনি গাড়ির যাবতীয় কাগজপত্র বুঝে পেয়েছেন। সরকারি রাজস্ব সংক্রান্ত জটিলতা হলে তিনি তার সম্পূর্ণ দায়দায়িত্ব বহন করবেন। গাড়িটির ইঞ্জিন ও চেসিস নম্বরের বিপরীতে কোনো বিল অব এন্ট্রিও দাখিল করা হয়নি।
শুল্ক গোয়েন্দা অধিদপ্তরের সহকারী পরিচালক মো. বিল্লাল হোসেন জানান, গাড়িটির গায়ে নিশান পেট্রোল লেখা থাকলেও চেসিস নম্বর দিয়ে ওয়েবসাইটে সার্চ করলে নিশান সাফারি পাওয়া যায়। মূলত শুল্ক ফাঁকি দিতে মিথ্যা ঘোষণার আশ্রয় নেন আমদানিকারক। গাড়িটির আমদানি শুল্ক প্রায় ১০ কোটি টাকা।
সময়ের আলো/আরআই