প্রকাশ: সোমবার, ২৫ নভেম্বর, ২০২৪, ৬:১৪ পিএম (ভিজিট : ২০৪)
‘তথ্যের অধিকার, সুশাসনের হাতিয়ার; তথ্যই শক্তি, দুর্নীতি থেকে মুক্তি’ এ স্লোগান নিয়ে বরিশালে দুই দিনব্যাপী তথ্য মেলার উদ্বোধন হয়েছে। সোমবার (২৫ নভেম্বর) সকাল ১০টায় সচেতন নাগরিক কমিটির (সনাক) আয়োজনে এবং জেলা প্রশাসনের সহযোগিতায় নগরীর সদর রোডের অশ্বিনী কুমার হল চত্বরে ফিতা কেটে এ মেলার উদ্বোধন করা হয়।
সচেতন নাগরিক কমিটি সনাক সভাপতি অধ্যক্ষ (অবঃ) গাজী জাহিদ হোসেনর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক বরিশাল মোহাম্মদ দেলোয়ার হোসেন। এসময় তিনি তার বক্তব্যে বলেন, তথ্য অধিকার আইনই একমাত্র আইন যা জনগণকে ক্ষমতায়ন করেছে। তিনি তথ্যের স্বেচ্ছায় প্রকাশ এবং প্রয়োজনীয় তথ্য সরবরাহে ইতিবাচক সহযোগিতা প্রদানের জন্য সমস্ত সরকারি ও বেসরকারি সংস্থাকে অনুরোধ করেন। সরকারি দপ্তরের জবাবদিহিতা ও স্বচ্ছতা প্রতিষ্ঠার জন্য তথ্য অধিকার আইনের যথাযথ প্রয়োগ অত্যন্ত জরুরি। এসময় দুর্নীতি প্রতিরোধ ও সুশাসন প্রতিষ্ঠায় তথ্য অধিকার আইন ২০০৯ বাস্তবায়নে সংশ্লিষ্ট সকলকে সক্রিয় হওয়ার আহ্বান জানান।
তথ্য অধিকার আইন-২০০৯ অনুযায়ী তথ্য পাওয়া একজন নাগরিকের অধিকার। তিনি এ আইনের ব্যাপক প্রচার ও বাস্তবায়নের জন্য সর্বসাধারণের প্রতিও আহ্বান জানান। এসময় তিনি সনাকের মাধ্যমে তরুণদের মধ্যে তথ্যের ব্যবহার আইন বাস্তবায়নের জন্য ব্যাপক প্রচার প্রচারণা চালানোর অনুরোধ জানান। এসময় তিনি তথ্যের অবাধ তথ্য প্রবাহ নিশ্চিত করতে শুধু জেলায় না গ্রাম পর্যায়েও যাতে মানুষ তথ্য পায় তা নিশ্চিত করার জন্য উদ্যোগের কথা বলেন। এ ক্ষেত্রে সম্ভাব্য সকল প্রতিবন্ধকতা দূর করতে জেলা প্রশাসন সক্রিয় ভূমিকা পালন করবে বলেও জানান তিনি।
দুই দিনব্যাপী তথ্য মেলার উদ্বোধনী অনুষ্ঠানে এসময় আরও উপস্থিত ছিলেন- জেলা সিভিল সার্জন ডা. মারিয়া হাসান, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) উপমা ফারিসা, ক্লাস্টার কোঅর্ডিনেটর-সিভিল এনগেজমেন্ট টিআইবি মো. ফিরোজ উদ্দিনসহ সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তাবৃন্দ, সচেতন নাগরিক কমিটি সনাক এবং ইয়েস গ্রুপের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
এছাড়াও মেলায় রয়েছে প্রাতিষ্ঠানিক তথ্যভান্ডার ও ডকুমেন্টারি উপস্থাপন, দুর্নীতিবিরোধী কুইজ, বিতর্ক প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। এবার মেলায় ২১টি স্টল রয়েছে।
সময়ের আলো/আরআই