প্রকাশ: রবিবার, ২৪ নভেম্বর, ২০২৪, ১০:২৭ পিএম (ভিজিট : ৩১৪)
ঝিনাইদহ-১ আসনের সাবেক সংসদ সদস্য নায়েব আলী জোয়ার্দার ও ঝিনাইদহ-২ আসনের সাবেক সংসদ সদস্য তাহজীব আলম সিদ্দিকী সমিকে অন্তর্বর্তীকালীন জামিন দিয়েছেন আদালত।
মামলার শুনানির আগামী ধার্য্য দিন পর্যন্ত তাদের জামিন মঞ্জুর করা হয়েছে। রোববার (২৪ নভেম্বর) সন্ধ্যায় ঝিনাইদহ জেলা কারাগার থেকে তারা মুক্তি পায়।
তাদের দুইজনের নামেই ঝিনাইদহ জেলা বিএনপির অফিস ও জেলা বিএনপির সভাপতি অ্যাড. এমএ মজিদের বাসভবনে হামলা ও অগ্নিসংযোগের মামলা রয়েছে। এছাড়া তাহজিব আলম সিদ্দিকী সমির বিরুদ্ধে ১১ বছর আগে জামায়াত কর্মী আব্দুস সালাম হত্যা মামলা রয়েছে।
গত ১৩ সেপ্টেম্বর সাবেক সংসদ সদস্য নায়েব আলী জোয়ার্দারকে তার ঝিনাইদহের বাসা থেকে এবং গত ৮ নভেম্বর তাহজিব আলম সিদ্দিকী সমিকে ঢাকা থেকে র্যাব গ্রেফতার করে। এরপর থেকে তারা দুইজনই ঝিনাইদহ জেলা কারাগারে ছিলেন।
ঝিনাইদহ সদর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন বলেন, তারা দুইজনেই কারাগার থেকে ছাড়া পেয়েছেন।
সময়ের আলো/জেডআই