ই-পেপার সোমবার ১৬ ডিসেম্বর ২০২৪
সোমবার ১৬ ডিসেম্বর ২০২৪
ই-পেপার

সোমবার ১৬ ডিসেম্বর ২০২৪

হাটহাজারীতে সড়ক দুর্ঘটনায় নিহত ১
প্রকাশ: রবিবার, ২৪ নভেম্বর, ২০২৪, ১০:২২ পিএম  (ভিজিট : ২৮৬)
হাটহাজারীতে সড়ক দুর্ঘটনায় ঘটনাস্থলেই মোহাম্মদ কামাল (৬৫) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

রোববার (২৪ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে উপজেলার ৩নং মির্জাপুর ইউনিয়নের চারিয়া বোর্ড স্কুলের সামনে হাটহাজারী-নাজিরহাট আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত কামাল একই ইউনিয়নের ৩ নং ওয়ার্ডস্থ মোহমিন শাহ বাড়ির মৃত আমির হোসেনের পুত্র।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, রোববার সন্ধ্যার দিকে উল্লেখিত স্থানে নিকট আত্মীয়ের বিয়ের আয়োজন তদারকি করে ওই এলাকার একটি কমিউনিটি সেন্টার থেকে বের হয়ে রাস্তা পার হওয়ার সময় নগরমুখী বেপরোয়া গতির একটি প্রাইভেট কার (ঢাকা মেট্রো গ ৩৫৯২৭২) তাকে ধাক্কা দিয়ে দ্রুত গতিতে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই প্রাণ হারান তিনি। ঘটনার পর পর স্থানীয়রা ধাওয়া দিয়ে পৌরসভার মুন্সি মসজিদ সংলগ্ন হেফজখানা এলাকা থেকে ঘাতক প্রাইভেট কারটিকে আটক করে।

পরে খবর পেয়ে হাটহাজারী মডেল থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। ঘটনাস্থলে উপস্থিত হওয়া মডেল থানার উপ-পরিদর্শক ফারুক জানান, নাজিরহাট হাইওয়ে থানাকে খবর দেযা হয়েছে তারা ঘটনাস্থলে এসে প্রয়োজনীয় প্রক্রিয়া শেষে লাশ ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করবেন।

নাজিরহাট হাইওয়ে থানা পুলিশের ওসি সাহাব উদ্দিন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, আমরা ঘটনাস্থলে এসেছি মাত্র। ঘাতক কারটি আটক করেছে স্থানীয়রা তবে তারা চালককে আটক করতে পেরেছেন কিনা এখনো জানতে পারিনি। বিস্তারিত সংগ্রহের চেষ্টায় আছি। পরে বিস্তারিত জানানো সম্ভব হবে।

সময়ের আলো/জেডআই




https://www.shomoyeralo.com/ad/1698385080Google-News-Update.jpg

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত


ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক গাজী আহমেদ উল্লাহ। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : +৮৮-০২-৯৬৩২৩৬৮-৭৪, ফ্যাক্স : +৮৮-০২-৯৬৩২৩৭৫ | ই-মেইল : shomoyeralo@gmail.com
close