প্রকাশ: রবিবার, ২৪ নভেম্বর, ২০২৪, ৯:০৯ পিএম (ভিজিট : ১০৮)
বিএনপির যুগ্ম মহাসচিব শহীদউদ্দিন চৌধুরী এ্যানি বলেছেন, আমাদের এখন দায়িত্ব হলো এদেশের গণতন্ত্রের ভিতকে শক্তিশালী করা। গণতন্ত্রের ভিত শক্তিশালী হলে এ দেশের নতুন প্রজন্ম সুউচ্চগলায় কথা বলতে পারবে। পূরণ হবে তাদের প্রত্যাশা। এজন্য গণতন্ত্রের ভিতকে শক্তিশালী করতে অন্তর্বর্তীকালীন সরকারকে সর্বাত্মক সহযোগিতা করার জন্য সিদ্ধান্ত নিয়েছে বিএনপি।
রোববার (২৪ নভেম্বর) বিকেলে লক্ষ্মীপুর জেলা আউটার স্টেডিয়াম মাঠে আয়োজিত তাঁত বস্ত্র, দেশীয় শিল্প ও পন্য মেলা উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এ্যানি বলেন, সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনগণের সরকার প্রতিষ্ঠিত হলে এদেশের আপামর জনগণের হাত শক্তিশালী হবে। তখন আমরা ছাত্র-জনতা সবাই মিলে ঐক্যবদ্ধভাবে এই বাংলাদেশটাকে গড়তে সক্ষম হবো।
তিনি আরো বলেন, বিএনপি আন্দোলন করেছে দেশের জন্য, জনগণের জন্য। এই ছাত্ররাও আন্দোলন করেছে, তাদের জন্য নয়। দেশের জন্য ও জনগণের জন্য। সুতরাং বিএনপির টার্গেট আর ছাত্রদের টার্গেট একই টার্গেট। তাই অভিন্ন লক্ষ্যে পৌঁছাতে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান বিএনপির এই নেতা।
এ্যানি বলেন, বিগত সরকার মাদকের সরকার ছিলো। এরা মাদক দিয়ে যুব সমাজকে ধ্বংস করতে পার্শ্ববর্তীদেশ মিলে ষড়যন্ত্রে লিপ্ত ছিলো। আমরা যুবকদের স্পীডকে প্রাধান্য দেই। তরুণ ও ছাত্র মিলে আমরা ঐক্যবদ্ধ হলে কোন সরকারই আমাদের রুখতে পারবে না।
বাফুফের সহ-সভাপতি ওয়াহিদ উদ্দিন চৌধুরী হ্যাপীর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব সাহাবুদ্দিন সাবু, বিএনপি নেতা আবদুর রব শামীম ও জেলা ছাত্রদল সভাপতি হাসান মাহমুদ ইব্রাহিমসহ অনেকে।
সময়ের আলো/জেডআই