প্রকাশ: রবিবার, ২৪ নভেম্বর, ২০২৪, ৩:২৪ পিএম (ভিজিট : ২৩২)
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ডে বাসচাপায় মো. ফটিক ইসলাম (৩৫) নামে এক যুবক মারা গেছে। শনিবার (২৩ নভেম্বর) রাত ৮টার দিকে উপজেলার বাড়বকুণ্ড বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত মো. ফটিক ইসলাম বাড়বকুণ্ড ইউনিয়নের অনন্তপুর এলাকার বাসিন্দা। তিনি বাড়বকুণ্ড বাজারের একটি চায়ের দোকানে কাজ করতেন।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, রাতে রাস্তা পার হওয়ার জন্য মহাসড়কের পাশে দাঁড়িয়ে ছিলেন ফটিক। এ সময় ঢাকাগামী একটি দ্রুতগতির বাস মহাসড়কের বাড়বকুণ্ড বাজার এলাকা অতিক্রমকালে তাকে চাপা দিলে সে মাটিতে লুটিয়ে পড়ে। পরবর্তীতে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাতেই তার মৃত্যু হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে বার আউলিয়া হাইওয়ে থানার (ওসি) খোকন চন্দ্র ঘোষ বলেন, যাত্রীবাহী বাসটি দ্রুতগতির কারণে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা ওই যুবককে চাপা দিলে তিনি গুরুতর আহত হন। পরে চমেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। আইনগত প্রক্রিয়া শেষে নিহতের মরদেহ তার স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
সময়ের আলো/আরআই