প্রকাশ: শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪, ৪:৫৭ এএম (ভিজিট : ৪০৪)
চীনের মনুষ্যবাহী মহাকাশ কর্মসূচি এখন স্পেস স্টেশনের ব্যবহার ও বিকাশের নতুন পর্যায়ে প্রবেশ করেছে। পুরো প্রকল্পটি এগিয়ে চলেছে মসৃণ গতিতে।
দক্ষিণ চীনের কুয়াংতোং প্রদেশের শেনচেনে বৃহস্পতিবার (২১ নভেম্বর) থেকে শুরু হওয়া দুই দিনব্যাপী ষষ্ঠ হিউম্যান স্পেস সিম্পোজিয়ামের বিশেষজ্ঞরা দিলেন এ তথ্য। চীনের সংবাদমাধ্যম সিএমজি এ খবর জানিয়েছে।
চীনের মনুষ্যবাহী মহাকাশ কর্মসূচির ব্লুপ্রিন্ট নিয়ে আলোচনা করতে ৮০০ জনেরও বেশি বিশেষজ্ঞ একত্রিত হয়েছেন শেনচেনে। সিম্পোজিয়ামে জানানো হয়, চীন ২০৩০ সালের আগেই চাঁদে মহাকাশচারী অবতরণের পরিকল্পনা নিয়েছে। এ পরিকল্পনায় রয়েছে-পৃথিবী ও চাঁদের মধ্যে রাউন্ড-ট্রিপ ভ্রমণ, চাঁদের বুকে কিছু সময় অবস্থান ও নানা ধরনের অনুসন্ধানের মতো মাইলফলক অর্জন করা।
অন্যদিকে চাঁদে অবতরণের পরিকল্পনাটি বোঝাতে বৃহস্পতিবার একটি অ্যানিমেশন প্রকাশ করেছে চায়না ম্যানড স্পেস এজেন্সি।
তাতে মহাকাশযান অবতরণ, রোভার প্রতিস্থাপন ও চাঁদের বুকে অনুসন্ধান চালানোর নানা প্রযুক্তি দেখানো হয়। এ মিশনের জন্য লং মার্চ-১০ ক্যারিয়ার রকেট, মনুষ্যচালিত মহাকাশযান মেংচৌ, চাঁদের ল্যান্ডার লানইউয়ে, স্পেসস্যুট ও মনুষ্যচালিত চন্দ্র রোভারের প্রোটোটাইপ নির্মাণকাজ পরিকল্পনা অনুযায়ী এগিয়ে যাচ্ছে।
সময়ের আলো/আরএস/