প্রকাশ: শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪, ৭:৪৩ পিএম (ভিজিট : ১২৬)
আচরণবিধি লঙ্ঘনের দায়ে তৃতীয় বিভাগ ক্রিকেট লিগে ৮ খেলোয়াড়সহ নয়জনকে নিষিদ্ধ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বিসিবির দেয়া সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আচরণবিধির ‘গুরুতর’ লঙ্ঘনের দায়ে ৮ ক্রিকেটার ও ১ জন ক্লাব কর্মকর্তাকে এক বছরের জন্য নিষিদ্ধ করা হয়েছে। একই সঙ্গে তাদের আর্থিক জরিমানাও করা হয়েছে। প্রত্যেককে ৫০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে।
সোমবার পিকেএসফ ১ নম্বর মাঠে সুপার লিগের ম্যাচে তেজগাঁও ক্রিকেট একাডেমি ও স্যাফায়ার স্পোর্টিং ক্লাবের ক্রিকেটাররা বিবাদে জড়িয়েছিলেন। এ ঘটনার তদন্ত শেষে শাস্তি দিয়েছে আচরণবিধির ২.১৯ এর অধীনে লেভেল ৪ অপরাধে দোষী সাব্যস্ত করা হয় ৯ জনকে।
সাজা পাওয়া ক্রিকেটাররা হলেন, তেজগাঁও একাডেমির ইয়াসিন আরাফাত, রিফাত আল ইমন (অনিক), তাসিন আহমেদ রনবি, রাব্বি হাসান, পারভেজ আহমেদ জয়, স্যাফায়ার স্পোর্টিংয়ের রানা খান, সাইফুল ইসলাম শাওন ও মোহাম্মদ হৃদয় এবং তেজগাঁওয়ের কর্মকর্তা রবিন।