ই-পেপার সোমবার ১৬ ডিসেম্বর ২০২৪
সোমবার ১৬ ডিসেম্বর ২০২৪
ই-পেপার

সোমবার ১৬ ডিসেম্বর ২০২৪

গণঅভ্যুত্থানে হতাহতদের নিয়ে সরকারের পরিকল্পনা ঘোষণা
*আহতরা বিনামূল্যে আজীবন চিকিৎসা পাবেন *অতিদ্রুত পাবেন ইউনিক আইডি কার্ড
প্রকাশ: বৃহস্পতিবার, ২১ নভেম্বর, ২০২৪, ৫:২৮ পিএম  (ভিজিট : ১৬৮)
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদ ও আহত ছাত্র শ্রমিক জনতার চিকিৎসা, পূনর্বাসন ও কর্মসংস্থানের বিষয়ে সরকারের পরিকল্পনা ঘোষণা করা হয়েছে। গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের তালিকা প্রণয়নের লক্ষ্যে চলমান কাজের গতি বৃদ্ধি করে যথাযথ যাছাই-বাছাই প্রক্রিয়ার মাধ্যমে নির্ভূল-সম্পূর্ণ তালিকা প্রকাশ করা হবে। এছাড়াও আহতদের মধ্যে যাচাইকৃতদের অতিদ্রুত ইউনিক আইডি কার্ড বা স্বতন্ত্র পরিচয়পত্র প্রদান করা হবে। পর্যায়ক্রমে যাচাই-বাছাই প্রক্রিয়ার অগ্রগতির সাথে তাল মিলিয়ে সকল আহতদের ইউনিক আইডি কার্ড প্রদান করা হবে। সকল সরকারি হাসপাতালে আইডি কার্ডধারী আহত যোদ্ধাগণ অগ্রাধিকার ভিত্তিতে চিকিৎসা পাবেন। ইউনিক আইডি কার্ডধারীদের সরকারি হাসপাতালে আজীবন সকলধরনের চিকিৎসা বিনামূল্যে প্রদান করা হবে।

বৃহস্পতিবার (২১ নভেম্বর) দুপুর ২টায় রাজধানীর বিএসএল ভবনের সামনে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন ও স্বাস্থ্য মন্ত্রণালয়ের উদ্যোগে বৈষম্যবিরোধী আন্দোলনে আহতদের চিকিৎসা, পুনর্বাসনের রোডম্যাপ নিয়ে সংবাদ সন্মেলনে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের বিশেষ সহকারী অধ্যাপক ডা. মো. সায়েদুর রহমান এসব তথ্য জানান।

তিনি আরও জানান, সরকারি হাসপাতালে যেসকল চিকিৎসা সেবা পাওয়া যাচ্ছে না বা যাবে না, সেগুলোর ক্ষেত্রে নির্দিষ্ট চুক্তিভুক্ত বেসরকারি প্রতিষ্ঠান থেকে সেসকল সেবা বিনামূল্যে প্রদান করা হবে (পরবর্তীতে যার মূল্য সরকার পরিশোধ করবে)।

আহতদের চিকিৎসার জন্য একটি মাল্টিডিসিপ্লিনারি হসপিটাল (যে হাসপাতালে সব ধরনের চিকিৎসা ব্যবস্থা আছে নির্দিষ্ট করা সবচেয়ে ভালো বন্দোবস্ত হতে পারে। বিএসএমএমইউহাসপাতালের (পিজি হাসপাতাল) কেবিন ব্লক এবং সুপার স্পেশালাইজড হাসপাতালের আউটডোর মিলে এধরনের চিকিৎসাসেবা প্রদানের একটি অবকাঠামো গড়ে তোলা হয়েছে, যেটি গণমাধ্যমে অধিকতর প্রচারের মাধ্যমে আহতদের দ্বারা ব্যবহার বাড়ানোর ব্যবস্থা নেয়া হবে।

তিনি বলেন, হাসপাতালটি ওয়ান পয়েন্ট সার্ভিস হিসেবে কাজ করবে, যেখানে আহতদের চিকিৎসার জন্য প্রয়োজনীয় বিভাগসমুহ আছে। প্রয়োজনে দেশের সরকারি-বেসরকারি অন্যান্য প্রতিষ্ঠানের বিশেষজ্ঞ এমনকি বিদেশে থাকা বাংলাদেশি বিশেষজ্ঞ বা বিদেশি বিশেষজ্ঞদের সহায়তা বা পরামর্শ নেয়ার ব্যবস্থা করা হবে।

সময়ের আলো/জেডআই




https://www.shomoyeralo.com/ad/1698385080Google-News-Update.jpg

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত


ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক গাজী আহমেদ উল্লাহ। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : +৮৮-০২-৯৬৩২৩৬৮-৭৪, ফ্যাক্স : +৮৮-০২-৯৬৩২৩৭৫ | ই-মেইল : shomoyeralo@gmail.com
close