ই-পেপার বৃহস্পতিবার ২১ নভেম্বর ২০২৪
বৃহস্পতিবার ২১ নভেম্বর ২০২৪
ই-পেপার

বৃহস্পতিবার ২১ নভেম্বর ২০২৪

নতুন দায়িত্বে সালাউদ্দিন
প্রকাশ: বৃহস্পতিবার, ২১ নভেম্বর, ২০২৪, ৩:৩৪ এএম  (ভিজিট : ১০৬)
ওয়েস্ট ইন্ডিজ সফরে বাংলাদেশ দলের সঙ্গে সিনিয়র সহকারী কোচ হয়ে গেলেও মোহাম্মদ সালাউদ্দিন পেয়েছেন নতুন দায়িত্ব। এ সফরে তিনি পালন করবেন ব্যাটিং কোচের ভূমিকা। বাংলাদেশ দলের ব্যাটিং কোচ ডেভিড হেম্প ওয়েস্ট ইন্ডিজ সফরে যাননি। তাই সদ্যনিযুক্ত সালাহউদ্দিন ক্যারিবীয় সফরে ব্যাটিং বিভাগ দেখভাল করবেন।

বাংলাদেশ জাতীয় দলে দেশীয় কোচরা ছিলেন অনাগ্রহে। তবে সময়ের পালাবদলে আবারও জাতীয় দলের সঙ্গী হয়েছেন দেশের অন্যতম কোচ মোহাম্মদ সালাউদ্দিন। ২০১১ সালে জাতীয় দলের ফিল্ডিং কোচের পদ থেকে সরে দাঁড়ানোর পর এক যুগ আর জাতীয় দলের সঙ্গে দেখা যায়নি তাকে। নতুন বোর্ড সভাপতি দায়িত্ব নেওয়ার পর স্থানীয় কোচদের সুযোগ দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন।

গত ৫ নভেম্বর জাতীয় দলের সিনিয়র সহকারী কোচ পদে নিয়োগ দেওয়ার পর সংযুক্ত আরব আমিরাত সফর করে বাংলাদেশ দল। তবে ভিসা জটিলতায় সেই সফরে যেতে পারেননি সালাউদ্দিন। আগামী ২২ নভেম্বর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজ শুরু বাংলাদেশের।

ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট তাদের প্রতিবেদনে জানিয়েছে সালাউদ্দিনের ভূমিকা বদলের বিষয়টি। ক্রিকবাজের প্রতিবেদনে বিসিবির ক্রিকেট অপারেশন ইনচার্জ শাহরিয়ার নাফীস বলেছেন, ‘হেম্প দলের অংশ নন কারণ আমরা মোহাম্মদ সালাহউদ্দিনকে সিনিয়র সহকারী কোচ হিসেবে নিয়োগ করেছি। তিনি আমাদের ব্যাটিং দেখবেন।’

হেম্প ২০২৩ সালের মে মাসে বিসিবির হাইপারফরম্যান্স দলের প্রধান কোচ হিসেবে যোগ দেন। এরপর তাকে জাতীয় দলের ব্যাটিং কোচ হিসেবে নিয়োগ করা হয়। ক্যারিবীয় সফরে হেম্পের অনুপস্থিতিতে বোঝা যায় তিনি আবার এইচপির প্রধান কোচ হিসেবে ফিরে আসবেন। এ ছাড়া নাফিস আরও জানিয়েছেন বাংলাদেশ দলের পারফরম্যান্স অ্যানালিস্ট পদে মহসিন শেখের পরিবর্তে ভারতের অক্ষয় হিরেমাথকে নেওয়া হয়েছে।

আগামীকাল থেকে অ্যান্টিগায় শুরু হবে বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার সিরিজের প্রথম টেস্ট। দ্বিতীয় ও শেষ টেস্ট জ্যামাইকাতে শুরু হবে ৩০ নভেম্বর। পূর্ণাঙ্গ এই সফরে রয়েছে সমান তিন ম্যাচের ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ। ওয়ানডে সিরিজের ম্যাচগুলো ৮, ১০ ও ১২ ডিসেম্বর। ১৬, ১৮ এবং ২২ ডিসেম্বর হবে টি-টোয়েন্টি সিরিজের ম্যাচগুলো।

সময়ের আলো/আরএস/




https://www.shomoyeralo.com/ad/1698385080Google-News-Update.jpg

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত


ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক গাজী আহমেদ উল্লাহ। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : +৮৮-০২-৯৬৩২৩৬৮-৭৪, ফ্যাক্স : +৮৮-০২-৯৬৩২৩৭৫ | ই-মেইল : shomoyeralo@gmail.com
close