ই-পেপার বৃহস্পতিবার ২১ নভেম্বর ২০২৪
বৃহস্পতিবার ২১ নভেম্বর ২০২৪
ই-পেপার

বৃহস্পতিবার ২১ নভেম্বর ২০২৪

রেসলিং সিইও হলেন ট্রাম্পের শিক্ষামন্ত্রী
প্রকাশ: বৃহস্পতিবার, ২১ নভেম্বর, ২০২৪, ১:৫৯ এএম  (ভিজিট : ১৪৮)
যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শিক্ষামন্ত্রী হিসেবে লিন্ডা ম্যাকমাহনকে বেছে নিয়েছেন। তিনি এক সময়ের ওয়ার্ল্ড রেসলিং সংস্থার (ডব্লিউডব্লিউই) সহ-প্রতিষ্ঠাতা ও সাবেক প্রধান নির্বাহী। লিন্ডাকে মনোনীত করার বিষয়ে দেওয়া এক বিবৃতিতে ট্রাম্প বলেছেন, গত ৪ বছর ধরে আমেরিকা ফার্স্ট পলিসি ইনস্টিটিউটের (এএফপিআই) বোর্ড চেয়ারম্যান হিসেবে লিন্ডা অভিভাবকদের অধিকার রক্ষায় দৃঢ় ভূমিকা রেখেছেন।

এএফপিআই এবং আমেরিকা ফার্স্ট ওয়ার্কসে (এএফডব্লিউ) কাজ করে তিনি ১২টি রাজ্যে সর্বজনীন স্কুল বাছাই করা সুযোগ তৈরি করেছেন। এর মাধ্যমে তিনি শিশুদের পোস্ট কোড ও আয় নির্বিশেষে উচ্চমানের শিক্ষা পাওয়ার সুযোগ দিয়েছেন। ডোনাল্ড ট্রাম্প লিন্ডাকে মনোনীত করার বিষয়ে আরও বলেন, সারা দেশে সর্বজনীন স্কুল সম্প্রসারণে তিনি অক্লান্ত পরিশ্রম করবেন।

ট্রাম্পের প্রথম মেয়াদের প্রশাসনে ম্যাকমাহন বাণিজ্যমন্ত্রী ছিলেন এবং স্মল বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন (এসবিএ) প্রধান ছিলেন। পেশাদার রেসলিং ফ্র্যাঞ্চাইজির সহ-প্রতিষ্ঠাতা এবং সাবেক সিইও ম্যাকমাহন ট্রাম্পপন্থি ব্যয় গ্রুপ আমেরিকা ফার্স্ট অ্যাকশনের নেতৃত্ব দেওয়ার জন্য ২০১৯ সালে এসবিএ থেকে পদত্যাগ করেন। তিনি থিংক ট্যাঙ্ক আমেরিকা ফার্স্ট পলিসি ইনস্টিটিউটেরও চেয়ারম্যান হিসেবে কাজ করেছেন। গত ৫ নভেম্বরের নির্বাচনের আগে ট্রাম্প লিন্ডা ম্যাকমাহনকে একটি বিশেষ দল গঠনের দায়িত্ব দিয়েছিলেন। এই দলের কাজ ছিল নীতিমালা তৈরি এবং প্রশাসনের জন্য প্রয়োজনীয় ব্যক্তি বাছাই করা।

ম্যাকমাহন শুরুতে বাণিজ্যমন্ত্রী হওয়ার দৌড়ে ছিলেন। কারণ ম্যাকমাহন ট্রাম্পের প্রথম প্রেসিডেন্সি মেয়াদে ক্ষুদ্র ব্যবসার প্রশাসনের নেতৃত্ব দিয়েছিলেন।

কিন্তু ট্রাম্প তার পরিবর্তে হাওয়ার্ড লুটনিককে বাণিজ্যমন্ত্রী হিসেবে মনোনীত করেন। লুটনিক ক্যান্টর ফিটজেরাল্ডের সিইও। ট্রাম্প বলেছেন, তিনি নির্বাচনি প্রচারে শিক্ষা মন্ত্রণালয় বাতিল করার কথা বললেও কংগ্রেসের অনুমোদন ছাড়া এটি করা সম্ভব নয়।

সময়ের আলো/আরএস/ 




https://www.shomoyeralo.com/ad/1698385080Google-News-Update.jpg

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত


ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক গাজী আহমেদ উল্লাহ। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : +৮৮-০২-৯৬৩২৩৬৮-৭৪, ফ্যাক্স : +৮৮-০২-৯৬৩২৩৭৫ | ই-মেইল : shomoyeralo@gmail.com
close