প্রকাশ: বৃহস্পতিবার, ২১ নভেম্বর, ২০২৪, ১:২৮ এএম (ভিজিট : ১২৬)
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের নতুন নেতৃত্ব দায়িত্ব নেওয়ার এক মাসও হয়নি। ইতিমধ্যে দেশের ফুটবল উন্নয়নে লেগেছে পরিবর্তনের হাওয়া। প্রথমবারের মতো চ্যালেঞ্জ কাপ দিয়ে মাঠে গড়াবে ঘরোয়া ফুটবলের নতুন মৌসুম। ৩০ নভেম্বর শুরু হবে বাংলাদেশ প্রিমিয়ার লিগ। আর ৩ ডিসেম্বর শুরু হবে মর্যাদার ফেডারেশন কাপ। যে টুর্নামেন্টের ফরম্যাটে এসেছে নতুনত্ব।
বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) ভবনে বুধবার ফেডারেশন কাপ ২০২৪-২৫ মৌসুমের ড্র অনুষ্ঠিত হয়। ড্র অনুযায়ী একই গ্রুপে পড়েছে দুই নগরপ্রতিদ্বন্দ্বী ঢাকা আবাহনী ও মোহামেডান স্পোর্টিং ক্লাব। গ্রুপ ‘বি’-তে থাকা বাকি দুটি দল হলো-চট্টগ্রাম আবাহনী ও রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস অ্যান্ড সোসাইটি।
এবারের মৌসুমে দুটি গ্রুপে ভাগ হয়ে ১০টি দল অংশ নিচ্ছে। ‘এ’ গ্রুপে থাকা পাঁচ দল হচ্ছে-বসুন্ধরা কিংস, বাংলাদেশ পুলিশ এফসি, ফর্টিস এফসি, ব্রাদার্স ইউনিয়ন, ঢাকা ওয়ান্ডারার্স। ৩ ডিসেম্বর শুরু হয়ে আসর চলবে ২০২৫ সালের ২ মে পর্যন্ত। দুই গ্রুপের সেরা চারটি দল উঠে যাবে পরের পর্বে। এই পর্বেও এসেছে পরিবর্তন। চিরাচরিত সেমিফাইনাল ফরম্যাট আর থাকছে না। অনেকটা বাংলাদেশ প্রিমিয়ার লিগ ক্রিকেটের আদলে কোয়ালিফায়ার্স ম্যাচগুলো হবে। দুই গ্রুপের দুই সেরার মধ্যে হবে প্রথম কোয়ালিফায়ার্স।
এই ম্যাচের জয়ী সরাসরি চলে যাবে ফাইনালে। অন্যদিকে দুই গ্রুপের দুই রানার্সআপ একে অপরের মুখোমুখি হবে। এটা হবে নকআউট ম্যাচ। অর্থাৎ এখানে যারা হেরে যাবে তারা হবে বাদ পড়বে, হবে চতুর্থ। আর জয়ী দলকে ফাইনাল নিশ্চিত করতে খেলতে হবে প্রথম কোয়ালিফায়ার্সের বিজিত দলের বিপক্ষে। এই ম্যাচের বিজয়ী দল প্রথম কোয়ালিফায়ার্স জয়ীর সঙ্গে খেলবে ফাইনাল। এই ফরম্যাটে কোনো তৃতীয়স্থান নির্ধারণী ম্যাচ থাকছে না।
সময়ের আলো/আরএস/