ই-পেপার বৃহস্পতিবার ২১ নভেম্বর ২০২৪
বৃহস্পতিবার ২১ নভেম্বর ২০২৪
ই-পেপার

বৃহস্পতিবার ২১ নভেম্বর ২০২৪

নেত্রী আসবে ঘোষণার পর আওয়ামী লীগ কর্মীকে তুলে নিয়ে মারধর
প্রকাশ: বুধবার, ২০ নভেম্বর, ২০২৪, ১১:৪০ পিএম  (ভিজিট : ২৮৬)
চট্টগ্রামের সাতকানিয়ায় দলের সভাপতি শেখ হাসিনা অবশ্যই দেশে ফিরে আসবেন মন্তব্য করে নেতাকর্মীদের প্রস্তুতি নেওয়ার আহ্বান জানিয়েছেন এক আওয়ামী লীগ কর্মী। এ বিষয়ে তার দেওয়া একটি বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে ছড়িয়ে পড়ার পর তাকে তুলে নিয়ে মারধর করেছে দুর্বৃত্তরা।

দেলোয়ার হোসেন ওরফে বগা নামের ওই আওয়ামী লীগ কর্মীর বাড়ি চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার চরতী ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড এলাকায়।

গুরুতর আহত হয়ে বগা চট্টগ্রাম নগরের একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। মারধরে তার মৃত্যু হয়েছে বলে সামাজিক যোগাযোগ মাধ্যমে দাবি করেছে একটি পক্ষ। যদিও পুলিশ বলছে, তার মৃত্যু হয়নি।

ফেসবুকে দেওয়া বক্তব্যে দেলোয়ার হোসেন বগা বলেন, ‘আমি দেখতেছি প্রধানমন্ত্রী হাসিনা যতটুকু এখানে উন্নয়ন করেছেন, এই পৃথিবীতে মনে হয় কেউ করতে পারেনি। আমি দুটি বিয়ে করেছি কিন্তু আরেকটি বিয়ে করে সন্তান জন্ম দেব। তারা জন্মের পর মুখে থেকে যেন আওয়ামী লীগ শব্দটা বলে, নারী হোক পুরুষ হোক। বুঝতেছেন? আওয়ামী লীগ ক্ষমতায় থেকে যাওয়ার পরে আমাদেরকে যে হয়রানিগুলো করতেছে এগুলো জীবনভর আমাদের মনে থাকবে।’

‘আমাদের নেতা ইনশাআল্লাহ চলে আসতেছেন, চলে আসছে, ঢুকে গেছে। আপনারা নেতাকর্মীরা যারা সাতকানিয়া আছেন আপনারা প্রস্তুত হয়ে যান, ঠিক আছে? ইনশাআল্লাহ। আমাদের নেত্রী আসবেই আসবেই, ইনশাল্লাহ আসবেই। আপনারা শুধু একটু আমাদের জন্য দোয়া করেন। আমাদের নেত্রী আসুক। এরপরে আমাদের যেগুলো করছে, এগুলো আমাদের মনে আছে, মনে রেখে দেব। যাক আমরা তাদেরকে দোয়া করি।’

খোঁজ নিয়ে জানা গেছে, সম্প্রতি বগার দেওয়া বক্তব্য ফেসবুকে ছড়িয়ে পড়ার পর গত সোমবার সন্ধ্যায় তাকে চরতী এলাকা থেকে পার্শ্ববর্তী ইউনিয়ন আমিলাইশে নিয়ে মারধর করে দুর্বৃত্তরা। গুরুতর আহত হয়ে তিনি চট্টগ্রাম নগরের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। 

এ ঘটনার পর বগার মৃত্যু হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে দাবি করতে থাকেন কেউ কেউ।

সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মোস্তফা কামাল খান বলেন, এ ঘটনায় এখানো থানায় কোনো অভিযোগ পাওয়া যায়নি। তিনি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

সময়ের আলো/জেডআই




https://www.shomoyeralo.com/ad/1698385080Google-News-Update.jpg

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত


ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক গাজী আহমেদ উল্লাহ। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : +৮৮-০২-৯৬৩২৩৬৮-৭৪, ফ্যাক্স : +৮৮-০২-৯৬৩২৩৭৫ | ই-মেইল : shomoyeralo@gmail.com
close